‘সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে’, বললেন জামায়াত নেতা শাহজাহান
- Update Time : ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৩৭ Time View
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনে দলটির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর আরও একটি বক্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ওই বক্তব্যের একটি ভিডিও আজ বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
১ মিনিট ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘খবরদার, খবরদার, আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না, তারা এখনো মাটির নিচে বসবাস করে…। আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এ রকম মর্যাদা দিয়েছেন। আপনারা দোয়া করবেন।’
সাতকানিয়া উপজেলার তুলাতলী এলাকায় গত ১৩ নভেম্বর জনসংযোগকালে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি এ বক্তব্য দেন।
কার উদ্দেশে তিনি ওই মন্তব্য করেন, তা স্পষ্ট না হলেও তিনি হুমকির সুরে বলেন, ‘চুদুরবুদুর (উল্টাপাল্টা) করিও না। আমি যদি কাঁদি, লুলা (পঙ্গু) হয়ে যাবে।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি তার রাজনৈতিক ত্যাগের ইতিহাস তুলে ধরে বলেন, ‘আমার চোখের পানি বৃথা যায়নি। আমি অনেক কষ্ট পেয়েছি। গত ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকা-পয়সা, ধন-দৌলত, কাপড়-চোপড়, পরিবার দেখিনি…আমি দুইবারের এমপি। কোনোদিন এক কড়া জমিও নিইনি।’
তিনি আরও ঘোষণা করেন, ‘সাতকানিয়া-লোহাগাড়ার জন্য এখানে কোনো রাজনীতি নেই। এখানে আর কোনো মার্কা নেই, সাতকানিয়া-লোহাগাড়ার মার্কা একটা, সেটা হলো দাঁড়িপাল্লা মার্কা।’
এর আগে, গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে দেওয়া আরেক বক্তব্যের জন্য তিনি দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। ওই বক্তব্যে তিনি স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়…যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা দিবে।’
এ বক্তব্যের পর গত মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা এক নোটিশে শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়। ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
এ বিষয়ে মন্তব্যের জন্য শাহজাহান চৌধুরীর নম্বরে কল করা হলেও, তিনি রিসিভ করেননি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































