ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৩১ Time View

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন কর্মকর্তা '২৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ' কর্মশালায় সনদ গ্রহণ করেছেন

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) ব্যবস্থাপনায় এটি অনুষ্ঠিত হয়।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং প্রভাষক আইরিন আক্তার ও প্রভাষক ডা. মো: সবুজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন। এছাড়াও সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়া, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফ্যাবল্যাব পরিচালক অধ্যাপক ড. এ.কে.এম. আদহাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহযোগী পরিচালক অধ্যাপক ড. দীন ইসলাম, চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমদ, লাইব্রেরিয়ান(ভারপ্রাপ্ত) ফৌজিয়া আক্তার, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হকসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

২৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সকল প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং তাদের মাঝে গ্রুপ ও ব্যক্তিগত ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আপনাদের সবাইকে প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা এখানে যে বিষয়গুলো শিখেছেন, সেগুলো নিজ নিজ কর্মক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করবেন। নিজের কর্মদক্ষতা এমনভাবে উন্নয়ন করুন, যেন ভবিষ্যতে আপনাদের দক্ষতা ও সুনাম অন্যান্য কর্মস্থলেও আপনাদের যোগ্যতা প্রতিষ্ঠায় সহায়ক হয়। সফলভাবে এই প্রশিক্ষণ আয়োজন করায় আমি জিটিআই কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই।’

Please Share This Post in Your Social Media

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) ব্যবস্থাপনায় এটি অনুষ্ঠিত হয়।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং প্রভাষক আইরিন আক্তার ও প্রভাষক ডা. মো: সবুজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন। এছাড়াও সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়া, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফ্যাবল্যাব পরিচালক অধ্যাপক ড. এ.কে.এম. আদহাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহযোগী পরিচালক অধ্যাপক ড. দীন ইসলাম, চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমদ, লাইব্রেরিয়ান(ভারপ্রাপ্ত) ফৌজিয়া আক্তার, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হকসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

২৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সকল প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং তাদের মাঝে গ্রুপ ও ব্যক্তিগত ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আপনাদের সবাইকে প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা এখানে যে বিষয়গুলো শিখেছেন, সেগুলো নিজ নিজ কর্মক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করবেন। নিজের কর্মদক্ষতা এমনভাবে উন্নয়ন করুন, যেন ভবিষ্যতে আপনাদের দক্ষতা ও সুনাম অন্যান্য কর্মস্থলেও আপনাদের যোগ্যতা প্রতিষ্ঠায় সহায়ক হয়। সফলভাবে এই প্রশিক্ষণ আয়োজন করায় আমি জিটিআই কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই।’