ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ২৪ Time View

রণবীর কাপুর I ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন রণবীর কাপুর। ব্লকবাস্টার সিনেমা, বিপুল ভক্তসংখ্যা এবং শক্তিশালী পারিবারিক ঐতিহ্যের কারণে তাকে তার প্রজন্মের সবচেয়ে প্রতিভাশালী ও আকর্ষণীয় তারকাদের একজন হিসেবে দেখা হয়। রকস্টার, বারফি এবং সঞ্জু-র মতো ছবিতে তার অভিনয় তাকে ব্যাপক সম্মান এনে দিয়েছে। রণবীরের সোশ্যাল হ্যান্ডেল ফলোয়ারও অত্যন্ত শক্তিশালী—তার ব্যক্তিগত বা পেশাগত জীবনের যে কোনো আপডেট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ কারণেই ছোট ছোট ঘটনাও বড় মনোযোগ পায়। এবার, এক অপ্রত্যাশিত কারণে আলোচনায় এলেন রণবীর।

সম্প্রতি নেটফ্লিক্সের ‘ডাইনিং উইথ কাপুরস’ শো-এর একটি ক্লিপে দেখা গেছে, পারিবারিক ডিনারে ফিশ কারি, মাটন এবং পায়ার মতো নন-ভেজ খাবার পরিবেশন করা হচ্ছে। টেবিলে বসে থাকতে দেখা যায় রণবীরকে। এরপর ভক্তরা প্রশ্ন তুলতে শুরু করেন তার আগের মন্তব্য নিয়ে, নিতেশ তিওয়ারির আসন্ন ‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয়ের জন্য তিনি নাকি নিরামিষভোজী হয়েছিলেন। যদিও ভিডিওতে তাকে সেই খাবার খেতে দেখা যায় না; কিন্তু দর্শকরা তার অতীত দাবি এবং নতুন ভিডিওর মধ্যে অসংগতি খুঁজে পেতে শুরু করেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা রণবীরের পিআর টিমকে সমালোচনা করেন। তারা নাকি এমন ধারণা ছড়িয়েছে যে, তিনি মাংস, অ্যালকোহল এবং ধূমপান ছেড়ে সাত্ত্বিক জীবনধারা গ্রহণ করেছেন। কেউ কেউ রণবীরের পুরোনো এক সাক্ষাৎকারও সামনে আনেন, যেখানে তিনি বলেছিলেন, তিনি ‘বিগ বিফ গাই।‘

সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত জানান, তিনি কী খাবার খান, তা নিয়ে তারা বিচার করবেন না, তবে বিভ্রান্তিকর পিআর ন্যারেটিভ তাদের পছন্দ নয়।

এর আগে এক সাক্ষাৎকারে রণবীর কাপুর আরও বলেছিলেন, ‘আমার পরিবার পেশোয়ার থেকে এসেছে, তাই অনেক পেশোয়ারি খাবার আমাদের বাড়িতে এসেছে। আমি মাটন, পায়া আর বিফের ভক্ত। হ্যাঁ, আমি বড় বিফ ফ্যান।‘

অনলাইনে বিতর্ক চললেও আসন্ন সিনেমা ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনা কিন্তু অটুট। এই ছবিতে রাম চরিত্রে থাকছেন রণবীর, সীতায় সাই পাল্লবী এবং রাবণে ইয়াশ। প্রথম পর্বটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা, এবং সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রত্যাশিত প্রকল্পগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

বিনোদন ডেস্ক
Update Time : ১২:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন রণবীর কাপুর। ব্লকবাস্টার সিনেমা, বিপুল ভক্তসংখ্যা এবং শক্তিশালী পারিবারিক ঐতিহ্যের কারণে তাকে তার প্রজন্মের সবচেয়ে প্রতিভাশালী ও আকর্ষণীয় তারকাদের একজন হিসেবে দেখা হয়। রকস্টার, বারফি এবং সঞ্জু-র মতো ছবিতে তার অভিনয় তাকে ব্যাপক সম্মান এনে দিয়েছে। রণবীরের সোশ্যাল হ্যান্ডেল ফলোয়ারও অত্যন্ত শক্তিশালী—তার ব্যক্তিগত বা পেশাগত জীবনের যে কোনো আপডেট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ কারণেই ছোট ছোট ঘটনাও বড় মনোযোগ পায়। এবার, এক অপ্রত্যাশিত কারণে আলোচনায় এলেন রণবীর।

সম্প্রতি নেটফ্লিক্সের ‘ডাইনিং উইথ কাপুরস’ শো-এর একটি ক্লিপে দেখা গেছে, পারিবারিক ডিনারে ফিশ কারি, মাটন এবং পায়ার মতো নন-ভেজ খাবার পরিবেশন করা হচ্ছে। টেবিলে বসে থাকতে দেখা যায় রণবীরকে। এরপর ভক্তরা প্রশ্ন তুলতে শুরু করেন তার আগের মন্তব্য নিয়ে, নিতেশ তিওয়ারির আসন্ন ‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয়ের জন্য তিনি নাকি নিরামিষভোজী হয়েছিলেন। যদিও ভিডিওতে তাকে সেই খাবার খেতে দেখা যায় না; কিন্তু দর্শকরা তার অতীত দাবি এবং নতুন ভিডিওর মধ্যে অসংগতি খুঁজে পেতে শুরু করেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা রণবীরের পিআর টিমকে সমালোচনা করেন। তারা নাকি এমন ধারণা ছড়িয়েছে যে, তিনি মাংস, অ্যালকোহল এবং ধূমপান ছেড়ে সাত্ত্বিক জীবনধারা গ্রহণ করেছেন। কেউ কেউ রণবীরের পুরোনো এক সাক্ষাৎকারও সামনে আনেন, যেখানে তিনি বলেছিলেন, তিনি ‘বিগ বিফ গাই।‘

সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত জানান, তিনি কী খাবার খান, তা নিয়ে তারা বিচার করবেন না, তবে বিভ্রান্তিকর পিআর ন্যারেটিভ তাদের পছন্দ নয়।

এর আগে এক সাক্ষাৎকারে রণবীর কাপুর আরও বলেছিলেন, ‘আমার পরিবার পেশোয়ার থেকে এসেছে, তাই অনেক পেশোয়ারি খাবার আমাদের বাড়িতে এসেছে। আমি মাটন, পায়া আর বিফের ভক্ত। হ্যাঁ, আমি বড় বিফ ফ্যান।‘

অনলাইনে বিতর্ক চললেও আসন্ন সিনেমা ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনা কিন্তু অটুট। এই ছবিতে রাম চরিত্রে থাকছেন রণবীর, সীতায় সাই পাল্লবী এবং রাবণে ইয়াশ। প্রথম পর্বটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা, এবং সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রত্যাশিত প্রকল্পগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে।