লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক
- Update Time : ০৭:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২০ Time View
মাঠের খেলা শুরুর আগেই মাঠের বাইরের ঘটনায় উত্তাপ দেশের ক্রীড়াঙ্গন।আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি শামীম পাটোয়ারীর। তাকে বাদ দেওয়া প্রসঙ্গে বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন অধিনায়ক লিটন দাস।
তিনি দাবি করেন, তার মতামত না নিয়েই দল থেকে বাদ দেওয়া হয়েছে শামীমকে। লিটন এদিন প্রশ্ন তোলেন দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও। লিটনের এমন অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লিপু দাবি করেন, লিটন দাসের সঙ্গে কথা বলেই শামীমকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অবশ্যই কথা হয়েছে (লিটনের সঙ্গে)। লিটন ও হেড কোচের কথা আমরা শুনেছি। কথা বলে মনে হয়েছে কোচ ও ক্যাপ্টেন শামীমকে দলে রাখার পক্ষে।’
কোচ ও অধিনায়কের চাওয়ার পরও কেন শামীমকে দলে রাখা হয়নি সে জবাবও দিয়েছেন প্রধান নির্বাচক। তিনি মনে করেন, দল নির্বাচনের চূড়ান্ত ক্ষমতাটা নির্বাচকদেরই।
গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমরা যারা নির্বাচক আছি, আমাদের একটা সীমারেখা আছে। ক্যাপ্টেন, কোচেরও একটা সীমারেখা আছে। আই থিংক উই আর দ্য সুপ্রিম অথোরিটি- দল সিলেকশনের ব্যাপারে। আমরা যেটা ভালো মনে করি, তাই করি।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়



































































































































































































