ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী বিশেষ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
- Update Time : ০৭:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২০ Time View
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এডিবি এর অর্থায়নে, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক এর যৌথ উদ্যোগে পরিচালিত শিল্প প্রতিযোগিতামূলকতা এবং উদ্ভাবন প্রোগ্রামের জন্য দক্ষতা (SICIP) এর অধীনে এক মাসব্যাপী ১০০ ঘন্টার বিশেষে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬/১১/২০২৫ ইং তারিখে) বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক এর সমাপনী অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মাহবুবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও উপ-প্রোগ্রাম পরিচালক জনাব মোঃ আইয়ুব আলী ও উপ-পরিচালক ও প্রোগ্রাম সমন্বয়কারী জনাব মুহাম্মদ আরিফুল ইসলাম ।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) জনাব মোহাম্মদ ইউছুফ খান।
আরও উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ও সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মোশাররফ হোসেন, উপস্থিত ছিলেন আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া (উঃ) এর আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা জনাব মোঃ হায়দায় আলী ও আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া (দঃ) এর আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা জনাব মোঃ আরিফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বিকেবি ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক জনাব লোকমান হোসেন (এজিএম) ও মুখ্য আঞ্চলিক কার্যালয়ের এসপিও এবং উক্ত অনুষ্ঠানের সহ-প্রশিক্ষক জনাব মোঃ আনিসুর রহমান।
সম্মানিত অতিথিবৃন্দ কোর্স মূল্যায়ন ও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদানের পাশাপাশি ট্রেইনি ফিড ব্যাক গ্রহণ করেন ও ২৫ জন প্রশিক্ষনার্থীর ফলাফল ঘোষণা এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়



































































































































































































