ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি: রিজভী

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ২১ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। তিনি জানান, তফসিল ঘোষণার পর প্রয়োজনীয় অতিরিক্ত সব প্রস্তুতিও নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট ও নির্বাচন একই দিনে হওয়ার দাবিই এখন দেশের মানুষের প্রত্যাশা। তিনি দাবি করেন, জনগণ চায় উভয় প্রক্রিয়া একই দিনে সম্পন্ন হোক।

তিনি জানান, নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি অনেক আগেই শেষ হয়েছে। রিজভীর বলেন, “তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে যে বাড়তি প্রস্তুতি প্রয়োজন, সেটিও নেওয়া হবে। বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।”

রাজনীতিতে ধর্মের অপব্যাখ্যা ও অতিব্যবহার প্রসঙ্গে রিজভী বলেন, এসব প্রবণতা দেশের জন্য ক্ষতিকর। তিনি বলেন, “ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করছেন, তাদের সম্পর্কে জনগণই রায় দেবে।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে তিনি বলেন, বর্তমানে যারা ভিন্ন অবস্থানে রয়েছে, ভবিষ্যতে তাদের মধ্য থেকেই কেউ কেউ বিএনপির অংশ হতে পারে।

Please Share This Post in Your Social Media

নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি: রিজভী

রাজনীতি ডেস্ক
Update Time : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। তিনি জানান, তফসিল ঘোষণার পর প্রয়োজনীয় অতিরিক্ত সব প্রস্তুতিও নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট ও নির্বাচন একই দিনে হওয়ার দাবিই এখন দেশের মানুষের প্রত্যাশা। তিনি দাবি করেন, জনগণ চায় উভয় প্রক্রিয়া একই দিনে সম্পন্ন হোক।

তিনি জানান, নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি অনেক আগেই শেষ হয়েছে। রিজভীর বলেন, “তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে যে বাড়তি প্রস্তুতি প্রয়োজন, সেটিও নেওয়া হবে। বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।”

রাজনীতিতে ধর্মের অপব্যাখ্যা ও অতিব্যবহার প্রসঙ্গে রিজভী বলেন, এসব প্রবণতা দেশের জন্য ক্ষতিকর। তিনি বলেন, “ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করছেন, তাদের সম্পর্কে জনগণই রায় দেবে।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে তিনি বলেন, বর্তমানে যারা ভিন্ন অবস্থানে রয়েছে, ভবিষ্যতে তাদের মধ্য থেকেই কেউ কেউ বিএনপির অংশ হতে পারে।