কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে পেট্রোল ঢেলে হত্যায় দুইজনের মৃত্যুদন্ড
- Update Time : ০৭:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৪৮ Time View
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালতের (৩য়) বিচারক সাবরিনা নার্গিস এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চৌদ্দগ্রাম থানার দেড়কোটা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জিয়া উল্লাহ ওরফে জিয়া এবং একই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে জুয়েল রানা ওরফে জুয়েল।
এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দেড়কোটা গ্রামের ফজলুল হক, আজাদ রহমান, আবদুল কাদের, কবির আহমেদ এবং ফেলনা গ্রামের সাদ্দাম হোসেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি কবির আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে জিয়া উল্লাহ ওরফে জিয়া ও তার সহযোগীরা আনোয়ার হোসেনের দোকানে হামলা ও ভাঙচুর চালান।
এ সময় বাধা দিলে তারা আনোয়ারকে কুপিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন ২৩ এপ্রিল নিহতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৯ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে ২০১৪ সালের ২৬ আগস্ট জেলা গোয়েন্দা শাখার এসআই জিল্লুর রহমান আদালতের নির্দেশে ১৯ জনের বিরুদ্ধে পুনরায় চার্জশিট দাখিল করেন।
মামলার ২৩ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক সাবরিনা নার্গিস দুইজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করেন। এছাড়া চার্জশিটভুক্ত ১২ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী অ্যাডভোকেট মুমিনুল হক ভূঁইয়া রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়




































































































































































































