ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলের লাইনের উপর ‘ব্যাগ’, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ২০ Time View

মেট্রোরেল

সচিবালয় ও মতিঝিল মেট্রো স্টেশনের মাঝখানের অংশে লাইনের ওপর ‘ব্যাগ’ পাওয়ায় ট্রেন চলাচল ২০ মিনিটের জন্য বন্ধ ছিল। মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে এমন তথ্য দিয়ে মেট্রোরেলের উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ বলেন, ব্যাগটি সরানোর পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ওই ব্যাগ সরানোর আগে পর্যন্ত বিকাল ৩টা ৪৪ মিনিট থেকে ৪টা ৪ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে শনিবার মেট্রোরেলের লাইনের ওপর একটি ‘ড্রোন’ পড়ে থাকার কারণে রাতে ট্রেন চলাচল ৯ মিনিট বন্ধ রাখা হয়েছিল।

এবার ব্যাগটি কোথা থেকে ট্রেনের ওপর পড়েছে তা সন্ধ্যা পর্যন্ত জানতে পারেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। এটি লাইনের আশপাশের উঁচু কোনো ভবন থেকে পড়তে পাড়ে বলে ধারণা করছেন সংশ্লিষ্টদের কেউ কেউ।

কোথা থেকে ব্যাগ পড়েছে জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, “এখনও বিস্তারিত জানা যায়নি। অভ্যন্তরীণ তদন্ত হবে, তখন জানা যাবে।

“আমাদের চালকদের অন্যতম দায়িত্ব হচ্ছে সামনে কোথাও কিছু পড়ছে কিনা তা ‘লুক-আফটার’ করা। কারণ তার পড়তে পারে বা অন্যকিছু। চালক যখনই দেখেছে ব্যাগ পড়েছে। তিনি তাৎক্ষণিক বন্ধ করেছেন। অপসারণের পর আবার চালু হয়েছে মেট্রোরেল।”

সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

মেট্রোরেলের লাইনের উপর ‘ব্যাগ’, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৬:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

সচিবালয় ও মতিঝিল মেট্রো স্টেশনের মাঝখানের অংশে লাইনের ওপর ‘ব্যাগ’ পাওয়ায় ট্রেন চলাচল ২০ মিনিটের জন্য বন্ধ ছিল। মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে এমন তথ্য দিয়ে মেট্রোরেলের উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ বলেন, ব্যাগটি সরানোর পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ওই ব্যাগ সরানোর আগে পর্যন্ত বিকাল ৩টা ৪৪ মিনিট থেকে ৪টা ৪ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে শনিবার মেট্রোরেলের লাইনের ওপর একটি ‘ড্রোন’ পড়ে থাকার কারণে রাতে ট্রেন চলাচল ৯ মিনিট বন্ধ রাখা হয়েছিল।

এবার ব্যাগটি কোথা থেকে ট্রেনের ওপর পড়েছে তা সন্ধ্যা পর্যন্ত জানতে পারেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। এটি লাইনের আশপাশের উঁচু কোনো ভবন থেকে পড়তে পাড়ে বলে ধারণা করছেন সংশ্লিষ্টদের কেউ কেউ।

কোথা থেকে ব্যাগ পড়েছে জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, “এখনও বিস্তারিত জানা যায়নি। অভ্যন্তরীণ তদন্ত হবে, তখন জানা যাবে।

“আমাদের চালকদের অন্যতম দায়িত্ব হচ্ছে সামনে কোথাও কিছু পড়ছে কিনা তা ‘লুক-আফটার’ করা। কারণ তার পড়তে পারে বা অন্যকিছু। চালক যখনই দেখেছে ব্যাগ পড়েছে। তিনি তাৎক্ষণিক বন্ধ করেছেন। অপসারণের পর আবার চালু হয়েছে মেট্রোরেল।”

সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।