শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পলমল গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা
- Update Time : ১২:০০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ২০ Time View
গাজীপুরের কাশিমপুরের মাধবপুরে মহানগর পাবলিক স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা দেওয়ার লক্ষ্যে আরকে নিট ডাইং মিলস লিমিটেড (পলমল গ্রুপ) বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং প্রাথমিক চিকিৎসার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হয়। জনসমাগমে ফেসমাস্ক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চারজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেন্ট্রাল এইচআর প্রধান মোঃ সজিবুল ইসলাম, কমপ্লায়েন্স ব্যবস্থাপক রায়হান উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ সোহাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা বলেন, “প্রতিকারের চেয়ে প্রতিরোধই বেশি কার্যকর”—এই নীতিকে সামনে রেখে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতেই এমন উদ্যোগ।
প্রশিক্ষণ শেষে স্কুল কর্তৃপক্ষের কাছে ফার্স্ট এইড বক্স, প্রাথমিক চিকিৎসার উপকরণ ও হ্যান্ডওয়াশ হস্তান্তর করা হয়। আয়োজক প্রতিষ্ঠান জানায়, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































