ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মিটিংয়ের রেকর্ডিং ঠেকাতে নতুন ফিচার আনলো মাইক্রোসফট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • Update Time : ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ২২ Time View

মিটিংয়ের প্রাইভেসি রক্ষায় এ নিরাপত্তা ফিচার চালু করা হয়েছে

মিটিংয়ের প্রাইভেসি রক্ষায় নতুন নিরাপত্তা ফিচার চালু করছে মাইক্রোসফট টিমস। ‘প্রিভেন্ট স্ক্রিন ক্যাপচার’ নামের এই ফিচার চালু করলে ব্যবহারকারীরা আর মিটিং চলাকালে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং নিতে পারবেন না। আয়োজকরা মিটিং অপশন থেকে এটি অন করতে পারবেন। ফিচারটি সক্রিয় থাকা অবস্থায় রেকর্ড করার চেষ্টা করলে ব্যবহারকারীর স্ক্রিনে শুধু কালো ছবি দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার।

উইন্ডজ, ম্যাকওএস, আইওএস এবং অ্যান্ড্রয়েড সব প্ল্যাটফর্মেই এই সুবিধা পাওয়া যাবে। তবে লিনাক্সসহ যেসব ডিভাইসে ফিচারটি সমর্থন করে না সেসব ক্ষেত্রে ব্যবহারকারীরা শুধু অডিও মোডে মিটিংয়ে যোগ দিতে পারবেন। ফিচারটি টিমস-এর প্রিমিয়াম সুবিধার একটি অংশ।

মাইক্রোসফট বলছে, চলতি নভেম্বর থেকে এই সুবিধা চালু করা হচ্ছে। কোম্পানিটির দাবি, অনুমতি ছাড়া স্ক্রিন ক্যাপচারের সমস্যা সমাধানে এটি কার্যকর হবে। বড় কোম্পানির প্রাইভেসির পাশাপাশি কোচ, ট্রেইনার বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এটি গুরুত্বপূর্ণ যেহেতু তাদের কনটেন্ট অনুমতি ছাড়া রেকর্ড করে অননুমোদিতভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।

এর আগে নেটফ্লিক্সসহ কিছু অ্যাপেও স্ক্রিনশট প্রতিরোধ ব্যবস্থা ছিল। তবে এগুলোরও দুর্বলতা রয়েছে। সস্তা কিছু এইচডিএমআই স্প্লিটার এইচডিসিপি সমর্থন না করায় সেগুলো দিয়ে কপিরাইট-সুরক্ষিত ভিডিওও রেকর্ড করা সম্ভব বলে কিছু ব্যবহারকারী দাবি করেছেন। এ ছাড়া কেউ চাইলে মোবাইল ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারে যদিও এতে কোম্পানির নীতিমালা ভাঙার ঝুঁকি থাকে।

টিমস-এর আরও বিতর্কিত ফিচার

‘প্রিভেন্ট স্ক্রিন ক্যাপচার’ ছাড়াও টিমস সম্প্রতি কয়েকটি নতুন ফিচার যোগ করেছে যেগুলো নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে লোকেশন শেয়ারিং ফিচার যেখানে কর্মীরা অফিস বা ক্যাম্পাসে কোথায় আছেন তা টিমস দেখাতে পারে।

কোম্পানিগুলো বলছে, সহযোগিতা বাড়াতে এটি সহায়ক কিন্তু কর্মীদের অনেকেই এটিকে নজরদারি হিসেবে দেখছেন।

আরেকটি আলোচনার বিষয় টিমস-এর অটো স্ট্যাটাস পরিবর্তন। পাঁচ মিনিট ধরে মাউস না সরালে বা টাইপ না করলে ব্যবহারকারীর স্ট্যাটাস ‘এভেইলেবল’ থেকে ‘এওয়ে’ হয়ে যায়। ফলে সহকর্মী বা ম্যানেজাররা ভুলভাবে ধরে নিতে পারেন যে ব্যবহারকারী কাজ থেকে দূরে আছেন। অনেকেই তাই স্ট্যাটাস সবুজ রাখতে বিকল্প উপায় খুঁজছেন।

কিছু কর্মীর দূরবর্তী কাজের সুযোগ অপব্যবহারের কারণে মাইক্রোসফট বাড়তি নজরদারি ফিচার যুক্ত করছে। তবে এসব ফিচার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তা ভবিষ্যতে কর্মীদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।

Please Share This Post in Your Social Media

মিটিংয়ের রেকর্ডিং ঠেকাতে নতুন ফিচার আনলো মাইক্রোসফট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
Update Time : ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

মিটিংয়ের প্রাইভেসি রক্ষায় নতুন নিরাপত্তা ফিচার চালু করছে মাইক্রোসফট টিমস। ‘প্রিভেন্ট স্ক্রিন ক্যাপচার’ নামের এই ফিচার চালু করলে ব্যবহারকারীরা আর মিটিং চলাকালে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং নিতে পারবেন না। আয়োজকরা মিটিং অপশন থেকে এটি অন করতে পারবেন। ফিচারটি সক্রিয় থাকা অবস্থায় রেকর্ড করার চেষ্টা করলে ব্যবহারকারীর স্ক্রিনে শুধু কালো ছবি দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার।

উইন্ডজ, ম্যাকওএস, আইওএস এবং অ্যান্ড্রয়েড সব প্ল্যাটফর্মেই এই সুবিধা পাওয়া যাবে। তবে লিনাক্সসহ যেসব ডিভাইসে ফিচারটি সমর্থন করে না সেসব ক্ষেত্রে ব্যবহারকারীরা শুধু অডিও মোডে মিটিংয়ে যোগ দিতে পারবেন। ফিচারটি টিমস-এর প্রিমিয়াম সুবিধার একটি অংশ।

মাইক্রোসফট বলছে, চলতি নভেম্বর থেকে এই সুবিধা চালু করা হচ্ছে। কোম্পানিটির দাবি, অনুমতি ছাড়া স্ক্রিন ক্যাপচারের সমস্যা সমাধানে এটি কার্যকর হবে। বড় কোম্পানির প্রাইভেসির পাশাপাশি কোচ, ট্রেইনার বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এটি গুরুত্বপূর্ণ যেহেতু তাদের কনটেন্ট অনুমতি ছাড়া রেকর্ড করে অননুমোদিতভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।

এর আগে নেটফ্লিক্সসহ কিছু অ্যাপেও স্ক্রিনশট প্রতিরোধ ব্যবস্থা ছিল। তবে এগুলোরও দুর্বলতা রয়েছে। সস্তা কিছু এইচডিএমআই স্প্লিটার এইচডিসিপি সমর্থন না করায় সেগুলো দিয়ে কপিরাইট-সুরক্ষিত ভিডিওও রেকর্ড করা সম্ভব বলে কিছু ব্যবহারকারী দাবি করেছেন। এ ছাড়া কেউ চাইলে মোবাইল ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারে যদিও এতে কোম্পানির নীতিমালা ভাঙার ঝুঁকি থাকে।

টিমস-এর আরও বিতর্কিত ফিচার

‘প্রিভেন্ট স্ক্রিন ক্যাপচার’ ছাড়াও টিমস সম্প্রতি কয়েকটি নতুন ফিচার যোগ করেছে যেগুলো নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে লোকেশন শেয়ারিং ফিচার যেখানে কর্মীরা অফিস বা ক্যাম্পাসে কোথায় আছেন তা টিমস দেখাতে পারে।

কোম্পানিগুলো বলছে, সহযোগিতা বাড়াতে এটি সহায়ক কিন্তু কর্মীদের অনেকেই এটিকে নজরদারি হিসেবে দেখছেন।

আরেকটি আলোচনার বিষয় টিমস-এর অটো স্ট্যাটাস পরিবর্তন। পাঁচ মিনিট ধরে মাউস না সরালে বা টাইপ না করলে ব্যবহারকারীর স্ট্যাটাস ‘এভেইলেবল’ থেকে ‘এওয়ে’ হয়ে যায়। ফলে সহকর্মী বা ম্যানেজাররা ভুলভাবে ধরে নিতে পারেন যে ব্যবহারকারী কাজ থেকে দূরে আছেন। অনেকেই তাই স্ট্যাটাস সবুজ রাখতে বিকল্প উপায় খুঁজছেন।

কিছু কর্মীর দূরবর্তী কাজের সুযোগ অপব্যবহারের কারণে মাইক্রোসফট বাড়তি নজরদারি ফিচার যুক্ত করছে। তবে এসব ফিচার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তা ভবিষ্যতে কর্মীদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।