বাইসাইকেল কিকে রোনালদোর আরেকটি চোখধাঁধানো গোল
- Update Time : ১২:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ৩৩ Time View
ম্যাচের ফল নিয়ে সংশয় ততক্ষণে শেষ, কেবল রেফারির শেষ বাঁশি বাজার অপেক্ষা। ডান দিক থেকে বক্সে ক্রস বাড়ালেন নাওয়াফ। গোলমুখের দিকে ছুটতে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো থমকে দাঁড়ালেন। শরীরটা ঘুরিয়ে শূন্যে ভেসে নিলেন জোরাল বাইসাইকেল কিক। ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও জালে যাওয়া আটকাতে পারলেন না গোলরক্ষক।
উঠে দাঁড়িয়ে এক ছুটে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে চিরচেনা ‘Siuuu’ উদযাপন করলেন পর্তুগিজ তারকা। বর্ণাঢ্য ক্যারিয়ারজুড়ে অনেক দর্শনীয় গোল করেছেন রোনালদো। তেমনই একটির দেখা মিলল সৌদি প্রো লিগে আল নাস্র ও আল খালিজের ম্যাচে। ৪০ বছর বয়সে এসে রোনালদোর এমন গোল বলে দেয়, তার ফিটনেসের মান এখনও কতটা উঁচুতে।
একই সঙ্গে গোলটি মনে করিয়ে দেয়, সাত বছর আগে ইউভেন্তুসের জার্সিতে বাইসাইকেল কিকে তার একইরকম গোলের কথাও।
ঘরের মাঠে রোববার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে আল নাস্র। রোনালদো গোলটি করেছেন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। তার আগে জালের দেখা পেয়েছেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো ও সাদিও মানে।
হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৯৫৪, এবারের সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১০টি। একটি গোল বেশি করে লিগের সর্বোচ্চ স্কোরারের তালিকায় তার ওপরে আছেন কেবল ক্লাব সতীর্থ ফেলিক্স।
৯ ম্যাচে শতভাগ সাফল্যে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাস্র। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল হিলাল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































