লেবাননের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা
- Update Time : ১১:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২১ Time View
লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সেখানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক যোদ্ধাকে টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
রোববার (২৩ নভেম্বর) স্থানীয় সময় বিকালে এ হামলা হয়। লেবাননি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহর শক্ত অবস্থান হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা কিছু সময় পর হামলার বিস্তারিত তথ্য জানাবে।
গত বছর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে সাম্প্রতিক কয়েক সপ্তাহে লেবাননের বিভিন্ন জায়গায় অব্যাহতভাবে হামলা চালানো হচ্ছে। দখলদারদের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে নিজেদের সংগঠিত করার কাজ করছে। এর জবাবে প্রতিরোধমূলক হামলা হচ্ছে।
লেবাননের সীমান্ত এলাকাগুলোতে হামলা অব্যাহত থাকলে বৈরুত এর বাইরে ছিল। কিন্তু আজ কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বৈরুতে বোমাবর্ষণ করে তারা।
রাজধানী বৈরুতে সর্বশেষ হামলা হয়েছিল গত জুলাইয়ে। এসব হামলার আগে সতর্কতা দিয়েছিল ইসরায়েল।
২০২৩ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এতে যোগ দেয় হিজবুল্লাহ। তারা ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হামলা চালাতে থাকে। তবে ২০২৪ সালের জুলাইয়ে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা করে। প্রায় চারমাস যুদ্ধ চলার পর তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা না চালালেও; দখলদাররা তাদের যোদ্ধাদের লক্ষ্য করে ঠিকই হামলা চালিয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































