ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

জবিতে পরিবহন সেবা নিয়ে প্রার্থীদের মাঝে ক্রেডিটবাজি

জবি প্রতিনিধি
  • Update Time : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ১২৩ Time View

গত দুই দিন ধরে ভূমিকম্পে ঢাকা শহরে আতঙ্ক বিরাজ করছে। এরই মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ঝুঁকি থাকায় প্রাথমিকভাবে বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছে দিতে ব্যবস্থা গ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বাস সেবা দিলেও এ জকসুতে প্রতিদ্বন্দ্বিতা করা বিভিন্ন প্যানেলের প্রার্থীদের মাঝে নিজেদের ক্রেডিট নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।

আজ (২৩ নভেম্বর) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগীয় শহরগুলোতে শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।

কিন্তু দেখা যায়, শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী ও শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দুইটি কাজে অবশ্যই প্রশাসনকে গুরুত্ব দিতে হবে— সকল বিভাগীয় শহরে বাস দিয়ে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া, এবং দুই দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা করানো ও কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে বন্ধের মধ্যে তা যথাযথভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা।

এদিকে ছাত্রদল সমর্থিত এজিএস পদপ্রার্থী এবিএম আতিকুর রহমান তানজিল দাবি করেন যে, তাদের দাবির পরিপ্রেক্ষিতেই মূলত প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।

ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিবের ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেখা যায়, তারা এ নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলছেন। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমাদের দাবির প্রেক্ষিতে আগামীকাল বিভাগীয় শহরে বাস যাবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক।” তাদের দাবির পরিপ্রেক্ষিতেই মূলত প্রশাসন বাস সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও একাংশের দাবি।

পরিবহন পুলের প্রশাসক, তারিক বিন আতিকের দাবি, সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এককভাবে কেউ এর ক্রেডিট নিতে পারবে না। তবে রাকিব, আরিফ এবং তানজিল তাকে ফোন করেছিলেন। তারা মূলত অনুরোধ করেছিলেন, তবে চূড়ান্তভাবে এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত।

Tag :

Please Share This Post in Your Social Media

জবিতে পরিবহন সেবা নিয়ে প্রার্থীদের মাঝে ক্রেডিটবাজি

জবি প্রতিনিধি
Update Time : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

গত দুই দিন ধরে ভূমিকম্পে ঢাকা শহরে আতঙ্ক বিরাজ করছে। এরই মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ঝুঁকি থাকায় প্রাথমিকভাবে বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছে দিতে ব্যবস্থা গ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বাস সেবা দিলেও এ জকসুতে প্রতিদ্বন্দ্বিতা করা বিভিন্ন প্যানেলের প্রার্থীদের মাঝে নিজেদের ক্রেডিট নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।

আজ (২৩ নভেম্বর) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগীয় শহরগুলোতে শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।

কিন্তু দেখা যায়, শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী ও শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দুইটি কাজে অবশ্যই প্রশাসনকে গুরুত্ব দিতে হবে— সকল বিভাগীয় শহরে বাস দিয়ে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া, এবং দুই দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা করানো ও কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে বন্ধের মধ্যে তা যথাযথভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা।

এদিকে ছাত্রদল সমর্থিত এজিএস পদপ্রার্থী এবিএম আতিকুর রহমান তানজিল দাবি করেন যে, তাদের দাবির পরিপ্রেক্ষিতেই মূলত প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।

ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিবের ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেখা যায়, তারা এ নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলছেন। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমাদের দাবির প্রেক্ষিতে আগামীকাল বিভাগীয় শহরে বাস যাবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক।” তাদের দাবির পরিপ্রেক্ষিতেই মূলত প্রশাসন বাস সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও একাংশের দাবি।

পরিবহন পুলের প্রশাসক, তারিক বিন আতিকের দাবি, সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এককভাবে কেউ এর ক্রেডিট নিতে পারবে না। তবে রাকিব, আরিফ এবং তানজিল তাকে ফোন করেছিলেন। তারা মূলত অনুরোধ করেছিলেন, তবে চূড়ান্তভাবে এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত।