সুপ্রিম কোর্টে বৈঠক
বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির উদ্যোগ অত্যন্ত অর্থবহ: কমনওয়েলথ মহাসচিব
- Update Time : ০৭:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৩৭ Time View
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ের সঙ্গে রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টে বৈঠক করেছেন। বৈঠকের আগে তিনি শার্লি বোচওয়েকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান।
বৈঠকে কমনওয়েলথ মহাসচিব প্রধান বিচারপতির গৃহীত বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অর্জিত সাফল্যের পেছনে প্রধান বিচারপতির দূরদর্শিতা ও নেতৃত্বের ভূমিকার কথা উল্লেখ করেন।
তিনি উল্লেখ করেন যে, বিচার বিভাগের স্বচ্ছতা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেওয়া উদ্যোগগুলো অত্যন্ত অর্থবহ ও বাস্তবসম্মত।

কমনওয়েলথের মহাসচিব বিশেষভাবে উল্লেখ করেন যে, দেশের উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের জন্য গঠিত সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে নিয়োগ পদ্ধতিতে ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণে একটি নতুন মাত্রা লাভ করেছে। এছাড়া, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ কর্তৃক সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন হওয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, এর ফলে বিচার বিভাগের কার্যকর পৃথকীকরণ ত্বরান্বিত হবে এবং বিচার বিভাগ তার নিজস্ব কার্যক্রম আরও দক্ষতার সাথে পরিচালনা করতে সক্ষম হবে।
বৈঠকের সময় শার্লি বোচওয়ে আশ্বাস প্রদান করেন যে, প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিচার বিভাগীয় সংস্কারের রোডম্যাপের নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জনে কমনওয়েলথ সচিবালয় বাংলাদেশের বিচার বিভাগকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।
প্রধান বিচারপতি এ সফর ও গঠনমূলক আলোচনার জন্য আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা ও মৌলিক মানবাধিকারের সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। কমনওয়েলথ মহাসচিবের এই সফরের মধ্য দিয়ে কমনওয়েলথ সচিবালয় ও বাংলাদেশের বিচার বিভাগের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচিত হলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































