নরসিংদীতে ভূমিকম্পে নিহত ৫, আহত শতাধিক
ভূমিকম্পে আতঙ্ক কাটাতে নরসিংদীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা
- Update Time : ০৪:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২৩ Time View
গত শুক্রবার সকালে নরসিংদীতে প্রথম দফার ভূমিকম্পে ৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার পর স্বল্প বিরতিতে আরও দুই দফা কম্পন অনুভূত হয়। পরপর ভূকম্পনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। শহর ও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামগ্রিক দুযোর্গ পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে আজ দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন।সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওহাব রাশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক আনোয়ার হোসাইন জানান, ভূমিকম্পের পর পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে উদ্ধার ও সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে। জেলা স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থা প্রস্তুত রয়েছে। নিহত প্রতিজনের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
এ ঘটনায় তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।এ সময় সাধারণ মানুষকে গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসনের হেল্পলাইন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































