ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে রোবোবোট প্রতিযোগিতায় বাংলাদেশি ‘টিম বেঙ্গলবোট’

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৯:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৪৮ Time View

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ রোবোবোট প্রতিযোগিতায় ২০২৬ সালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে বাংলাদেশি ক্ষুদে শিক্ষার্থীদের দল ‘টিম বেঙ্গলবোট’।

এমআইটি, স্টানফোর্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অটোনমাস আন্ডারওয়াটার ভেহিকেল (এইউভি) প্রতিযোগিতায় থাকছে দেশের ৩৪ সদস্যের এই টিম। ষষ্ঠ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের সমন্বয়ে এই টিমে রয়েছেন উপদেষ্টা, মেন্টর, শিক্ষার্থী ও চ্যাপেরনরা।

টিম বেঙ্গলবোট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিযোগিতার মূল লক্ষ্য- সমুদ্রবিজ্ঞান, রোবোটিকস আর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবসম্মত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা। রোবোবোটে প্রতি বছর স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ের দলগুলো নিজস্ব এভিএস (ASV) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। ‘আগামী বছরের ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি ফ্লোরিডায় ইউএস নেভির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

পানির নিচে চলবে, এমন রোবট তৈরি করছে ‘টিম বেঙ্গলবোট’

প্রতিযোগিতায় তুলে ধরার জন্য পানির নিচে চলবে, এমন রোবট তৈরি করছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির গভীরে সম্পদ, গ্যাস আর নানা খনিজের নীল অর্থনীতির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে টেক অটোক্র্যাটসের শিক্ষার্থীদের দল টিম বেঙ্গলবোট তৈরি করেছে স্বয়ংক্রিয় পৃষ্ঠভাগীয় নৌযান (ASV) ‘তরী ১.০। এতে থাকছে স্বয়ংক্রিয় নেভিগেশন, বাধা শনাক্ত–এড়িয়ে চলা এবং লক্ষ্যভিত্তিক টাস্ক সম্পন্নের চ্যালেঞ্জ। দেশের প্রেক্ষাপটে এই প্রযুক্তির প্রয়োগ বিস্তৃত- নেভিগেশন নিরাপত্তা, দূষণ পর্যবেক্ষণ, ভাসমান বস্তু শনাক্ত, দুর্যোগ–উত্তর জরিপ ও জলপথ লজিস্টিকসে ‘তরী ১.০’ নিয়মিত ডেটা এনে সিদ্ধান্ত ভূমিকা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

প্রকল্প ব্যবস্থাপক আন নাফিউ বলেন, ‘আমরা প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। আমাদের লক্ষ্য একটি পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ভেহিকেল (এইউভি) তৈরি করা, যেটি পানির নিচে নিজে নিজেই চলাফেরা ও নানা কাজ করতে পারবে।’

প্রতিযোগিতায় বাংলাদেশকে গৌরবময়ভাবে উপস্থাপন এবং দেশের জন্য বিজয় অর্জনের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, তরী ১.০ আমাদের কাছে প্রতিযোগিতার বাইরেও দেশের জলপথে ডেটানির্ভর সমাধানের শুরু। বয়া বা বাধা শনাক্তের ক্ষমতাসম্পন্ন তাদের নৌযানটি পথ-পরিকল্পনা ও নির্ধারিত টাস্ক সম্পন্নের লক্ষ্যে নকশা করা হয়েছে।

টিম বেঙ্গলবোটের সদস্যরা হলেন, উপদেষ্টা রিসালাত বারী, মেন্টর মোহাম্মদ ফোয়েজ, এমডি তসলিম, সুদীপ্ত মন্ডল, মো. মাসরুল খান, খন্দকার রেদওয়ানুর রহমান, মো. রিফাত হোসাইন। স্টুডেন্ট টিমে রয়েছে আন–নাফিউ, রুবাইয়্যাত এইচ রহমান, হাসিন ইসরাক চৌধুরী তাহা, আরিয়ান সিদ্দিক, গাজী ফয়সাল জুবায়ের, মো. তানভীর রহমান সাদ, সিরাজুম মুনির, নাফিয়া বাশার সুহানি, শাবাবা ইসলাম প্রিয়ন্তি, আবিদ মাহমুদ, মো. মুরাদ হোসেন, সাস্মিত বণিক, মোহাম্মদ মাশরুর আরেফিন ভূঁইয়া, জারিফ বিন সালেক, তুফাজ্জল ইসলাম, সামনুন সিয়াম, প্রাঞ্চয় তারাফদার, শাহ মো. আব্দুর রহমান সিয়াম, জান্নাতুল মাওয়া আমরিন।

Please Share This Post in Your Social Media

যুক্তরাষ্ট্রে রোবোবোট প্রতিযোগিতায় বাংলাদেশি ‘টিম বেঙ্গলবোট’

নওরোজ ডেস্ক
Update Time : ০৯:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ রোবোবোট প্রতিযোগিতায় ২০২৬ সালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে বাংলাদেশি ক্ষুদে শিক্ষার্থীদের দল ‘টিম বেঙ্গলবোট’।

এমআইটি, স্টানফোর্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অটোনমাস আন্ডারওয়াটার ভেহিকেল (এইউভি) প্রতিযোগিতায় থাকছে দেশের ৩৪ সদস্যের এই টিম। ষষ্ঠ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের সমন্বয়ে এই টিমে রয়েছেন উপদেষ্টা, মেন্টর, শিক্ষার্থী ও চ্যাপেরনরা।

টিম বেঙ্গলবোট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিযোগিতার মূল লক্ষ্য- সমুদ্রবিজ্ঞান, রোবোটিকস আর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবসম্মত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা। রোবোবোটে প্রতি বছর স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ের দলগুলো নিজস্ব এভিএস (ASV) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। ‘আগামী বছরের ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি ফ্লোরিডায় ইউএস নেভির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

পানির নিচে চলবে, এমন রোবট তৈরি করছে ‘টিম বেঙ্গলবোট’

প্রতিযোগিতায় তুলে ধরার জন্য পানির নিচে চলবে, এমন রোবট তৈরি করছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির গভীরে সম্পদ, গ্যাস আর নানা খনিজের নীল অর্থনীতির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে টেক অটোক্র্যাটসের শিক্ষার্থীদের দল টিম বেঙ্গলবোট তৈরি করেছে স্বয়ংক্রিয় পৃষ্ঠভাগীয় নৌযান (ASV) ‘তরী ১.০। এতে থাকছে স্বয়ংক্রিয় নেভিগেশন, বাধা শনাক্ত–এড়িয়ে চলা এবং লক্ষ্যভিত্তিক টাস্ক সম্পন্নের চ্যালেঞ্জ। দেশের প্রেক্ষাপটে এই প্রযুক্তির প্রয়োগ বিস্তৃত- নেভিগেশন নিরাপত্তা, দূষণ পর্যবেক্ষণ, ভাসমান বস্তু শনাক্ত, দুর্যোগ–উত্তর জরিপ ও জলপথ লজিস্টিকসে ‘তরী ১.০’ নিয়মিত ডেটা এনে সিদ্ধান্ত ভূমিকা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

প্রকল্প ব্যবস্থাপক আন নাফিউ বলেন, ‘আমরা প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। আমাদের লক্ষ্য একটি পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ভেহিকেল (এইউভি) তৈরি করা, যেটি পানির নিচে নিজে নিজেই চলাফেরা ও নানা কাজ করতে পারবে।’

প্রতিযোগিতায় বাংলাদেশকে গৌরবময়ভাবে উপস্থাপন এবং দেশের জন্য বিজয় অর্জনের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, তরী ১.০ আমাদের কাছে প্রতিযোগিতার বাইরেও দেশের জলপথে ডেটানির্ভর সমাধানের শুরু। বয়া বা বাধা শনাক্তের ক্ষমতাসম্পন্ন তাদের নৌযানটি পথ-পরিকল্পনা ও নির্ধারিত টাস্ক সম্পন্নের লক্ষ্যে নকশা করা হয়েছে।

টিম বেঙ্গলবোটের সদস্যরা হলেন, উপদেষ্টা রিসালাত বারী, মেন্টর মোহাম্মদ ফোয়েজ, এমডি তসলিম, সুদীপ্ত মন্ডল, মো. মাসরুল খান, খন্দকার রেদওয়ানুর রহমান, মো. রিফাত হোসাইন। স্টুডেন্ট টিমে রয়েছে আন–নাফিউ, রুবাইয়্যাত এইচ রহমান, হাসিন ইসরাক চৌধুরী তাহা, আরিয়ান সিদ্দিক, গাজী ফয়সাল জুবায়ের, মো. তানভীর রহমান সাদ, সিরাজুম মুনির, নাফিয়া বাশার সুহানি, শাবাবা ইসলাম প্রিয়ন্তি, আবিদ মাহমুদ, মো. মুরাদ হোসেন, সাস্মিত বণিক, মোহাম্মদ মাশরুর আরেফিন ভূঁইয়া, জারিফ বিন সালেক, তুফাজ্জল ইসলাম, সামনুন সিয়াম, প্রাঞ্চয় তারাফদার, শাহ মো. আব্দুর রহমান সিয়াম, জান্নাতুল মাওয়া আমরিন।