ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালিত

সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৯:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৫১ Time View

যথাযোগ্য মর্যাদা ও সম্মাননার মধ্য দিয়ে সিলেট সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।

শুক্রবার (২১ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।

স্বাগত বক্তব্যে প্রধান অতিথি সিলেট অঞ্চলের মানুষের মুক্তিযুদ্ধকালীন অসীম সাহসিকতা ও অবদানের উচ্চ প্রশংসা করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির গৌরব হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি উপস্থিত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও অতিথিদের ধন্যবাদ জানান।

মেজর জেনারেল রিদওয়ানুর রহমান বলেন, ‘পেশাদার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে।’ জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর ভূমিকা তিনি তুলে ধরেন। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক-অসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালিত

সিলেট প্রতিনিধি
Update Time : ০৯:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

যথাযোগ্য মর্যাদা ও সম্মাননার মধ্য দিয়ে সিলেট সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।

শুক্রবার (২১ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।

স্বাগত বক্তব্যে প্রধান অতিথি সিলেট অঞ্চলের মানুষের মুক্তিযুদ্ধকালীন অসীম সাহসিকতা ও অবদানের উচ্চ প্রশংসা করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির গৌরব হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি উপস্থিত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও অতিথিদের ধন্যবাদ জানান।

মেজর জেনারেল রিদওয়ানুর রহমান বলেন, ‘পেশাদার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে।’ জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর ভূমিকা তিনি তুলে ধরেন। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক-অসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।