নোট বদল, সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করল কেন্দ্রীয় ব্যাংক
- Update Time : ১২:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৩২ Time View
বাংলাদেশ ব্যাংক তাদের সব শাখায় সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ড বিক্রি, ক্ষতিগ্রস্ত নোট বদল এবং অটোমেটেড চালান-সংক্রান্ত সেবা প্রদান বন্ধ করেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর শাখায় ২০ নভেম্বর থেকে আর এসব সেবা পাওয়া যাবে না।
বাংলাদেশ ব্যাংক জানায়, এই সিদ্ধান্তের কারণ হলো বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংক সরাসরি জনগণকে এসব সেবা দেয় না।
এছাড়া, বাংলাদেশ ব্যাংক ‘কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)’ হিসেবে বিবেচিত হওয়ায় এই সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘ দশক ধরে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসসহ দেশের বিভিন্ন শাখায় মানুষ এসব সেবা নিয়ে আসছিল। তবে এখন থেকে এসব সেবা সম্পূর্ণভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পরিচালিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়










































































































































































































