‘তোমার সরলতাই তোমার সম্পদ’ জায়েদ খানকে শাওন

- Update Time : ১২:৪১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ১৬৫ Time View
রোববার ছিল চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন। এদিন অনেকের শুভেচ্ছাই পেয়েছেন আলোচিত-সমালোচিত এই শিল্পী। তবে অভিনেত্রী, গায়িকা ও পরিচালক মেহের আফরোজের শুভেচ্ছা ছিল জায়েদ খানের জন্য অনন্য পাওয়া।
শাওন জায়েদ খানকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান, তোমার সরলতাই তোমার সম্পদ।’ শুধু তাই নয়, শাওন জায়েদকে সতর্কও করেছেন। বলেছেন, ‘তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার।’ জায়েদ খান যতটুকু প্রতিভাবান ততটুকু নিয়েই যেন আলোচনা হয়, এজন্য শুভ কামনাও জানিয়েছেন মেহের আফরোজ শাওন।
জায়েদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’
জায়েদ খানের সঙ্গে শাওন একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘এটা মজা করার জন্য দেয়া কোনো পোস্ট না। আমি সচেতন ভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন মেহের আফরোজ শাওন। সেখানে জায়েদ খানও আমন্ত্রিত ছিলেন। তাদের একটি গ্রুপ ছবিও দেখা যায়।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, কাল জন্মদিন ছিল আমার। অজস্র শুভেচ্ছা পেয়েছি। আমি অভিভ‚ত হয়েছি মানুষের প্রতি আমার ভালোবাসা দেখে। শাওন আপু আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এতে আমি আপ্লুত। তিনি আমাকে স্নেহ করেন, আমিও তাঁকে সম্মান করি। আমি সবার কাছে কৃতজ্ঞ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়