ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা–১৯ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী সেজুতি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ২৪ Time View

সেজুতি হোসাইন।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ঢাকার সাভার থানা রোড এলাকায় জাতীয় যুবশক্তি এনসিপি-র নির্বাচনী ইশতেহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেজুতি হোসেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ,যুবসমাজ এবং স্থানীয় কর্মীরা।

এসময়, ঢাকা–১৯ আসনে এন সি পি –এর পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী সেজুতি হোসাইন আজ তার আনুষ্ঠানিক প্রার্থীতা প্রত্যাশার ঘোষণা দেন।

তিনি জানান যে এলাকার জনগণের দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন কাঠামো ও কল্যাণমূলক সেবাকে আরও এগিয়ে নিতে তিনি দায়িত্ব নিতে আগ্রহী।

সেজুতি হোসাইন বলেন,“ঢাকা–১৯ আসনের জনগণ বহু প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়নের অভাব ছিল। আমি এ আসনের মানুষের সঙ্গে থেকে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করতে চাই। স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগোতে চাই।”

তিনি জানান যে শিক্ষা, স্বাস্থ্য, নারীর নিরাপত্তা, যুব কর্মসংস্থান, ট্রাফিক ও অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিয়ে একটি টেকসই কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে।

এন সি পি’র স্থানীয় নেতৃবৃন্দ সেজুতি হোসাইনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে নতুন প্রজন্মের নেতৃত্ব স্থানীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

ইশতেহার বিতরণকালে সাধারণ মানুষের মাঝে এনসিপির প্রতীক “শাপলাকলি” নিয়ে প্রবল আগ্রহ লক্ষ্য করা যায়। বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ইশতেহার সংগ্রহ করেন এবং এনসিপির পরিবর্তন ও উন্নয়নমুখী প্রতিশ্রুতি সম্পর্কে ইতিবাচক মতামত প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, “এনসিপির ইশতেহার শুধুমাত্র একটি প্রতিশ্রুতির দলিল নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশের রূপরেখা।”
তারা আরও জানান, সারা দেশে যুবসমাজকে সংগঠিত করে মানুষের দোরগোড়ায় দলীয় বার্তা পৌঁছে দেওয়ার কাজ আরও জোরদার করা হবে।

ইশতেহার বিতরণ কর্মসূচি ঘিরে স্থানীয় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের অংশগ্রহণ এনসিপির প্রতি বাড়তি আস্থার প্রতিফলন ঘটায়।

Please Share This Post in Your Social Media

ঢাকা–১৯ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী সেজুতি

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ঢাকার সাভার থানা রোড এলাকায় জাতীয় যুবশক্তি এনসিপি-র নির্বাচনী ইশতেহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেজুতি হোসেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ,যুবসমাজ এবং স্থানীয় কর্মীরা।

এসময়, ঢাকা–১৯ আসনে এন সি পি –এর পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী সেজুতি হোসাইন আজ তার আনুষ্ঠানিক প্রার্থীতা প্রত্যাশার ঘোষণা দেন।

তিনি জানান যে এলাকার জনগণের দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন কাঠামো ও কল্যাণমূলক সেবাকে আরও এগিয়ে নিতে তিনি দায়িত্ব নিতে আগ্রহী।

সেজুতি হোসাইন বলেন,“ঢাকা–১৯ আসনের জনগণ বহু প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়নের অভাব ছিল। আমি এ আসনের মানুষের সঙ্গে থেকে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করতে চাই। স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগোতে চাই।”

তিনি জানান যে শিক্ষা, স্বাস্থ্য, নারীর নিরাপত্তা, যুব কর্মসংস্থান, ট্রাফিক ও অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিয়ে একটি টেকসই কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে।

এন সি পি’র স্থানীয় নেতৃবৃন্দ সেজুতি হোসাইনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে নতুন প্রজন্মের নেতৃত্ব স্থানীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

ইশতেহার বিতরণকালে সাধারণ মানুষের মাঝে এনসিপির প্রতীক “শাপলাকলি” নিয়ে প্রবল আগ্রহ লক্ষ্য করা যায়। বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ইশতেহার সংগ্রহ করেন এবং এনসিপির পরিবর্তন ও উন্নয়নমুখী প্রতিশ্রুতি সম্পর্কে ইতিবাচক মতামত প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, “এনসিপির ইশতেহার শুধুমাত্র একটি প্রতিশ্রুতির দলিল নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশের রূপরেখা।”
তারা আরও জানান, সারা দেশে যুবসমাজকে সংগঠিত করে মানুষের দোরগোড়ায় দলীয় বার্তা পৌঁছে দেওয়ার কাজ আরও জোরদার করা হবে।

ইশতেহার বিতরণ কর্মসূচি ঘিরে স্থানীয় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের অংশগ্রহণ এনসিপির প্রতি বাড়তি আস্থার প্রতিফলন ঘটায়।