তোপের মুখে রাম চরণের স্ত্রী
- Update Time : ০৯:৫৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ২৪ Time View
দক্ষিণী মেগাস্টার রাম চরণের স্ত্রী ও অ্যাপোলো লাইফের ভাইস চেয়ারপারসন উপাসনা কামিনেনী সম্প্রতি তরুণীদের ডিম্বাণু সংরক্ষণের পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। আইআইটি হায়দরাবাদের এক অনুষ্ঠানে দেওয়া তার এই বক্তব্যকে নেটিজেনদের একাংশ ‘ব্যবসায়িক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন।
সম্প্রতি আইআইটি হায়দরাবাদের একটি সভায় অংশ নেন উপাসনা। সেখানে তিনি উপস্থিত শিক্ষার্থীদের কাছে জানতে চান, কারা কারা বিয়ে করতে চান। উপাসনা লক্ষ করেন, মেয়েদের তুলনায় ছেলেরা বেশি হাত তুলেছে। বিষয়টিকে তিনি ‘অগ্রগতির লক্ষণ’ ও ‘দেশ বদলাচ্ছে’ বলে অভিহিত করেন।
এই প্রসঙ্গেই নারীদের জীবন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, “মেয়েরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটা জীবনের সব থেকে বড় শান্তি।”
তার মতে, এই নিরাপত্তা থাকলে মেয়েরা নিজেদের জীবন নিজেরাই চালনা করতে পারবে। সমাজ বা পরিবার ঠিক করে দেবে না কখন বিয়ে করতে হবে বা কখন সন্তানের জন্ম দিতে হবে।
তবে তারকাপত্নীর এই পরামর্শ ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ। সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অনেকেরই দাবি, উপাসনা এখানে কোনো সমাজকর্মী হিসেবে নয় বরং এক বেসরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে কথা বলছেন।
কেউ কেউ সরাসরি মন্তব্য করেছেন, “উনি আসলে ‘আইভিএফ’ বিক্রি করতে এসেছেন।” আবার কেউ কেউ উপাসনার ব্যক্তিগত জীবন টেনে এনে কটাক্ষ করে লিখেছেন, “নিজে সোনার চামচ মুখে নিয়ে জন্মেও ২৩ বছর বয়সে কেন বিয়ে করলেন?”
যদিও সমাজমাধ্যমে চলমান এই সমালোচনা ও ট্রোলিং নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি উপাসনা কামিনেনী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































