এবার ১৪ নেতার বিষয়ে সিদ্ধান্ত দিল বিএনপি
- Update Time : ১০:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২৯ Time View
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার হওয়া ১৪ নেতাকে দলের পদে ফিরিয়ে এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১৯ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ১৪ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
পদ ফিরে পাওয়া নেতারা হলেন— নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান মুকুল, সাবেক সদস্য শওকত হাসেম শকু, ২০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদ এবং গাজীপুর মহানগরের অন্তর্গত গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম হোসেন, ৪৯-৫০-৫১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাছরিন আক্তার শিরিন, ৪৬-৪৭-৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাছিনা মমতাজ, ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সফিউদ্দিন আহমেদ, ৫১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কেয়া শারমীন, ৫০ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. মনির হোসেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এস মনির এবং ৪৬, ৪৭ ও ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজা আক্তার-কে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































