ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এডিসি মাসুদ

‘এখানে শিবির আছে, আরও ফোর্স লাগবে ভিডিওটি মিথ্যা’

রুনা লায়লা
  • Update Time : ০৯:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ৫০ Time View

অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ আলম অভিযোগ করে বলেছেন, তার নামে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচারিত ভিডিওটি মিথ্যা।

জরুরী ভিত্তিতে উর্দ্ধতন কর্মকর্তার কাছে নাশকতা ঠেকাতে অতিরিক্ত ফোর্স চেয়েছেন এই বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়ানো হয়।

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের সময় রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ আলমের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে করা ফোনালাপের একটি ভিডিও গত সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

এক সাক্ষাৎকারে ডিসি মাসুদ বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখানে কারা বেশি অবস্থান নিয়েছে। আমি তখন বলেছি, এখানে শিবির আছে। উৎসুক জনতা ভিড় করছে, এখানে আরও ফোর্স লাগবে। আমি তো মিডিয়াকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেইনি। এটা আমার আর ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন আলাপ।’

ডিসি মাসুদ আরও বলেন, ‘আমি নেগিটিভ কিছুই বলিনি। এখানে বিক্ষোভ হচ্ছিল, সেই বিক্ষোভ আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। কিন্তু একটি গোষ্ঠী বিষয়টিকে অন্যদিকে ড্রাইভার্ট করার চেষ্টা করছে। আমরা সর্বদা চেষ্টা করছি, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আমরা তো কারও পক্ষ নিয়ে কাজ করি না। ঢাকায় তো আরও আন্দোলন হয়েছে। আমরা সবসময় চেষ্টা করেছি শান্তভাবে সেটি মোকাবিলা করার।’

Please Share This Post in Your Social Media

এডিসি মাসুদ

‘এখানে শিবির আছে, আরও ফোর্স লাগবে ভিডিওটি মিথ্যা’

রুনা লায়লা
Update Time : ০৯:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ আলম অভিযোগ করে বলেছেন, তার নামে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচারিত ভিডিওটি মিথ্যা।

জরুরী ভিত্তিতে উর্দ্ধতন কর্মকর্তার কাছে নাশকতা ঠেকাতে অতিরিক্ত ফোর্স চেয়েছেন এই বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়ানো হয়।

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের সময় রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ আলমের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে করা ফোনালাপের একটি ভিডিও গত সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

এক সাক্ষাৎকারে ডিসি মাসুদ বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখানে কারা বেশি অবস্থান নিয়েছে। আমি তখন বলেছি, এখানে শিবির আছে। উৎসুক জনতা ভিড় করছে, এখানে আরও ফোর্স লাগবে। আমি তো মিডিয়াকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেইনি। এটা আমার আর ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন আলাপ।’

ডিসি মাসুদ আরও বলেন, ‘আমি নেগিটিভ কিছুই বলিনি। এখানে বিক্ষোভ হচ্ছিল, সেই বিক্ষোভ আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। কিন্তু একটি গোষ্ঠী বিষয়টিকে অন্যদিকে ড্রাইভার্ট করার চেষ্টা করছে। আমরা সর্বদা চেষ্টা করছি, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আমরা তো কারও পক্ষ নিয়ে কাজ করি না। ঢাকায় তো আরও আন্দোলন হয়েছে। আমরা সবসময় চেষ্টা করেছি শান্তভাবে সেটি মোকাবিলা করার।’