ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচন: ভিপি পদে লড়ার ঘোষণা দিলেন রাকিব

জবি প্রতিনিধি
  • Update Time : ০৭:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ২৯ Time View

দীর্ঘ অপেক্ষার পর জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, উৎসব মুখর এই নির্বাচনে অনেকে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন কেউ প্যানেলে আবার কেউ স্বতন্ত্রভাবে তাদেরই একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব। তিনি ভিপি পদে লড়বেন।

আজ (১৭ নভেম্বর) মনোনয়ন তোলার শেষ দিন জকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জানতে চাইলে তিনি বলেন, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতায় অনেক হেভিওয়েট ও যোগ্য প্রার্থী রয়েছেন। কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যেসব সমস্যার মুখোমুখি হয়েছি—আমার বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য সাধারণ শিক্ষার্থীও প্রতিদিন একই সমস্যার সাথে লড়াই করছে। সেই বাস্তবতা থেকেই সাধারণ শিক্ষার্থীর অধিকার রক্ষায় এগিয়ে আসার লক্ষ্য নিয়ে আমি এই পদে মনোনয়ন গ্রহণ করেছি। আমি নির্বাচিত হব কি না—এটা আমার চিন্তা নয়। বরং একজন শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা, অধিকার ও ন্যায্য দাবিগুলো তুলে ধরা–এটাই আমার মূল উদ্দেশ্য। আর যদি সাধারণ শিক্ষার্থীরা আমাকে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়, তাহলে তাদের জন্য নিষ্ঠা, দায়িত্ববোধ ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। আমি সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই, তাদের প্রতিটি সমস্যাকে গুরুত্ব দিয়ে সমাধানের পথে এগোতে চাই।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম জকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্খা পূরণ হবে বলে মনে করছেন অনেকে।

ছাত্রদলের ভিপি প্রার্থী রাকিব, জিএস খাদিজা

Please Share This Post in Your Social Media

জকসু নির্বাচন: ভিপি পদে লড়ার ঘোষণা দিলেন রাকিব

জবি প্রতিনিধি
Update Time : ০৭:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

দীর্ঘ অপেক্ষার পর জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, উৎসব মুখর এই নির্বাচনে অনেকে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন কেউ প্যানেলে আবার কেউ স্বতন্ত্রভাবে তাদেরই একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব। তিনি ভিপি পদে লড়বেন।

আজ (১৭ নভেম্বর) মনোনয়ন তোলার শেষ দিন জকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জানতে চাইলে তিনি বলেন, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতায় অনেক হেভিওয়েট ও যোগ্য প্রার্থী রয়েছেন। কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যেসব সমস্যার মুখোমুখি হয়েছি—আমার বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য সাধারণ শিক্ষার্থীও প্রতিদিন একই সমস্যার সাথে লড়াই করছে। সেই বাস্তবতা থেকেই সাধারণ শিক্ষার্থীর অধিকার রক্ষায় এগিয়ে আসার লক্ষ্য নিয়ে আমি এই পদে মনোনয়ন গ্রহণ করেছি। আমি নির্বাচিত হব কি না—এটা আমার চিন্তা নয়। বরং একজন শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা, অধিকার ও ন্যায্য দাবিগুলো তুলে ধরা–এটাই আমার মূল উদ্দেশ্য। আর যদি সাধারণ শিক্ষার্থীরা আমাকে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়, তাহলে তাদের জন্য নিষ্ঠা, দায়িত্ববোধ ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। আমি সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই, তাদের প্রতিটি সমস্যাকে গুরুত্ব দিয়ে সমাধানের পথে এগোতে চাই।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম জকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্খা পূরণ হবে বলে মনে করছেন অনেকে।

ছাত্রদলের ভিপি প্রার্থী রাকিব, জিএস খাদিজা