আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতল ‘সাইয়ারা’
- Update Time : ০৫:৫৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ২৫ Time View
মারকাটারির ভিড়ে রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে রীতিমতো দেখিয়ে দিয়েছেন মোহিত সুরি। ছবিটি প্রেক্ষাগৃহে চলেছে রমরমিয়ে। ফলে ফুলে-ফেঁপে উঠেছে বক্স অফিস। এবার জিতল অ্যাওয়ার্ড।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতল ছবিটি। কুড়ি বছরের কর্মজীবনের প্রথম পুরস্কার জয়ে আবেগে ভাসছেন মোহিত সুরি।
পুরস্কার জয়ের পর পরিচালক বলেন, “এটা সত্যিই বিশেষ। আমি গত ২০ বছর ধরে কাজ করছি। এটাই আমার প্রথম পুরস্কার জয়। এই ছবিতে অনেক কিছুই প্রথম। অভিনেতাদেরও এটা প্রথম কাজ, প্রথম আমি যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করলাম। প্রযোজক হিসাবে প্রথম কাজ অক্ষয়ীর। এখনও মনে আছে যখন আমি ছোট ছিলাম এবং দিলওয়ালে দুলহানিয়া দেখতে প্রেক্ষাগৃহে যেতাম, সেই প্রথম ছারপোকার কামড় খেয়েছিলাম। আমি চেয়েছিলাম ছবির পরিচালক হতে।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































