ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পেট্রোল বোমাসহ টঙ্গীতে দুই যুবক গ্রেফতার

মোঃ হানিফ হোসেন
  • Update Time : ০২:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৩৬ Time View

দুই যুবক গ্রেফতার

গাজীপুর টঙ্গী পশ্চিমধীন এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে পেট্রোল বোমাসহ দুই যুবককে গ্রেফতার করেছে। গত শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উত্তরা-গাজীপুর মহাসড়কের টঙ্গী ব্রিজ এলাকায় টহলরত পুলিশ তাদের সন্দেহজনক অবস্থান দেখে থামার সংকেত দেয়।

পুলিশকে দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মোহাম্মদ রাহিম (২৫), মাতা সায়েদা বুবলি, থানা কাশিমপুর, গাজীপুর; এবং সিয়াম মিয়া (২২), মাতা শিরিন আক্তার, থানা রানীনগর, নওগাঁ।

পুলিশ জানায়, আটককৃতরা পেট্রোল বোমা বহন করে নাশকতার পরিকল্পনায় ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় বুধবার দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা পেট্রোল বোমাটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা নাশকতা ঘটানোর জন্য এলাকায় অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

পেট্রোল বোমাসহ টঙ্গীতে দুই যুবক গ্রেফতার

মোঃ হানিফ হোসেন
Update Time : ০২:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

গাজীপুর টঙ্গী পশ্চিমধীন এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে পেট্রোল বোমাসহ দুই যুবককে গ্রেফতার করেছে। গত শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উত্তরা-গাজীপুর মহাসড়কের টঙ্গী ব্রিজ এলাকায় টহলরত পুলিশ তাদের সন্দেহজনক অবস্থান দেখে থামার সংকেত দেয়।

পুলিশকে দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মোহাম্মদ রাহিম (২৫), মাতা সায়েদা বুবলি, থানা কাশিমপুর, গাজীপুর; এবং সিয়াম মিয়া (২২), মাতা শিরিন আক্তার, থানা রানীনগর, নওগাঁ।

পুলিশ জানায়, আটককৃতরা পেট্রোল বোমা বহন করে নাশকতার পরিকল্পনায় ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় বুধবার দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা পেট্রোল বোমাটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা নাশকতা ঘটানোর জন্য এলাকায় অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।