মোরেলগঞ্জে ২৫৭ শিক্ষার্থীর অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন বেসরকারি বৃত্তি পরীক্ষা
- Update Time : ১১:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১৭ Time View
সারা দেশব্যাপী অনুষ্ঠিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হলো বৃত্তি পরীক্ষা। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার তত্ত্বাবধানে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বাংলা, ইংরেজি ও গণিত—এই তিন বিষয়ে মোট ১০০ নম্বরের প্রশ্নপত্রে অনুষ্ঠিত পরীক্ষায় মোরেলগঞ্জ মডেল একাডেমি থেকেই অংশ নেয় ৯০ জন পরীক্ষার্থী।

পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১৮ জন অভিজ্ঞ শিক্ষক। কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছে বাংলাদেশ স্কাউট ও রোভারমেট সদস্যরা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাগেরহাট আঞ্চলিক শাখার সভাপতি অধ্যাপক জাকির হোসেন রিয়াজ বলেন,“একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে এমন সুষ্ঠু পরীক্ষা আয়োজন শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান,“অভিভাবকদের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। আমরা স্বচ্ছ ও মানসম্মত পরীক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখছি।”
হল সচিব মোঃ সগীর হোসেন বলেন,“নিরবচ্ছিন্ন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শেষ হয়েছে। প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে।”
অভিভাবক জান্নাতুল ফেরদৌস বলেন,“এ ধরনের সমন্বিত পরীক্ষা বাচ্চাদের বাস্তব প্রস্তুতি ও সক্ষমতা যাচাইয়ে অত্যন্ত কার্যকর।”
মোরেলগঞ্জ মডেল একাডেমির পরিচালক নাহিদ মাহমুদ রুবেল এবং সুন্দরবন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আব্দুল ওহাব মনে করেন,“শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান মূল্যায়নে এ ধরনের পরীক্ষা অপরিহার্য।”
নিরাপত্তায় নিয়োজিত স্কাউট সদস্য খান আব্দুল্লাহ নুর জানান,“অভিভাবক ও শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের সহযোগিতা করেছি।”
পরীক্ষার আগে সকাল ৯টায় মোরেলগঞ্জ মডেল একাডেমি চত্বর থেকে ৯০ জন পরীক্ষার্থীকে নিয়ে বের হয় বর্ণাঢ্য একটি র্যালি। একই রঙের ইউনিফর্ম, হাতে ফাইল আর মুখভরা হাসি নিয়ে শিক্ষার্থীরা স্টিল ব্রিজ ও শহরের প্রধান সড়ক অতিক্রম করে পৌঁছে যায় কেন্দ্রের গেটে। র্যালিটি পরিচালনা করেন একাডেমির পরিচালক নাহিদ মাহমুদ রুবেলসহ ৩০ জন শিক্ষক-শিক্ষিকা।
সমন্বিত বেসরকারি বৃত্তি পরীক্ষা ঘিরে মোরেলগঞ্জজুড়ে ছিল সুশৃঙ্খল আয়োজন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের প্রত্যাশার এক সফল সমন্বয়। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেছেন।
শিক্ষাসংশ্লিষ্টদের মতে,এ আয়োজন ভবিষ্যতে মানসম্মত শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































