রাজনীতি করতে জনগণ লাগে, সন্ত্রাসী বাহিনী নয়: টিটু
- Update Time : ০৮:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৮০ Time View
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেছেন, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।
গত ৫ আগস্টের পর কালিহাতীতে এখন পর্যন্ত কোন বিশৃঙ্খল ঘটেনি। বিগত সরকারের আমলে আমাদের নামে গায়েবি ও মিথ্যা মামলা হয়েছে। রাজনীতি করতে পুলিশ বাহিনী লাগে না। রাজনীতি করলে হলে জনগণ লাগে এবং কোন সন্ত্রাসী বাহিনী লাগে না।
শনিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে সল্লা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সল্লা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামিম প্রামণিক সভাপতিত্বে আয়োজিত উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, উপজেলা বিএনপির সহসভাপতি মজনু মিয়া, আব্দুল হক আকন্দ, মোজাম্মেল হাসান বাদল, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা প্রমুখ।
এসময় বিএনপির অনন্য নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































