চূড়ান্ত হলো আইপিএল নিলামের তারিখ ও ভেন্যু
- Update Time : ১১:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১৪ Time View
বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভারতের আইপিএল। ক্রিকেট খেলুড়ে দেশের সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন কবে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। আইপিএলের আগামী আসরকে সামনে রেখে নিলামের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।
টানা তৃতীয়বারের মতো আইপিএলের নিলাম বসতে যাচ্ছে ভারতের বাইরে। আবুধাবিতে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম আসরের নিলাম। এর আগে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সৌদি আরবের জেদ্দায় বসেছিল আইপিএলের নিলাম।
আগামী ১৫ নভেম্বর বিকেল ৩টার মধ্যে দলগুলোকে জানিয়ে দিতে হবে, ২০২৬ আসরের জন্য কোন খেলোয়াড়দের ধরে রাখবে তারা। চূড়ান্ত সেই তালিকা পাঠাতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। তালিকা পাওয়ার পর দলগুলোর কাছে আবার ভারতীয় ক্রিকেট বোর্ড পাল্টা তালিকা পাঠাবে। সেখানে তাদের নাম থাকবে যারা নিলামে নামবেন। সেই তালিকা দেখে নিজেদের পরিকল্পনা ঠিক করে নেবে দলগুলো।
এখন পর্যন্ত কয়েকজন ক্রিকেটারের দলবদলের খবর পাওয়া গেছে। জানা গেছে, রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসন যাবেন চেন্নাই সুপার কিংসে। চেন্নাই থেকে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেন রাজস্থানে যাবেন।মুম্বাই ইতোমধ্যেই লখনৌ সুপার জায়ান্টস থেকে শার্দূল ঠাকুর ও গুজরাত টাইটান্স থেকে শারফেন রাদারফোর্ডকে কিনেছে। লখনৌ আবার মুম্বাই থেকে কিনেছে অর্জুন টেন্ডুলকারকে। ১৫ মার্চ থেকে ৩১ মের মধ্যে আগামী আইপিএল হওয়ার কথা। তার আগে দল গোছানোর লড়াইয়ে নামবে ১০ দল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































