গাজীপুর সিটি কর্পোরেশনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন

- Update Time : ০৯:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ৩৭১ Time View
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের ৩৮ টি প্রকল্পের রাস্তা, ড্রেন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠান রোববার বিকালে বোর্ড বাজার কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, গাজীপুর সিটি কর্পোরেশন ৩ অঞ্চলের সভাপতি, আব্দুল্লাহ-আল মামুন মন্ডলের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা এস এম শামীম আহম্মেদ ও বাবুল হোসেন মন্ডলের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এডঃ আয়শা আক্তার, মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল্লাহ,৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল, কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, গাজীপুর জেলার সাবেক সিভিল সার্জন আলহাজ্ব ডাঃ হাফিজুর রহমান খান,গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, ওয়ার্ড কাউন্সিলর হাসনা হেনা, আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম হারুন সিপাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শাহজাহান মিয়া,গাছা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, হাজী মামুন, গাজীপুর মহানগর তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, নবীন হোসেন, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, গাছা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মুক্তা ইসলাম ইভা প্রমুখ।
আলোচনা সভা শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের ৩৮ টি প্রকল্পের রাস্তা, ড্রেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়