ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুবিতে অনুপ্রাসের নতুন কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি
  • Update Time : ১১:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৬০ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস-কণ্ঠচর্চা কেন্দ্রের অষ্টম কার্যনির্বাহী পরিষদের ১৬ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনা কবির শ্রেষ্ঠা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি রুবাইয়াত তাজবীন ও সাধারণ সম্পাদক কিফায়ত উল হক সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

এছাড়া নতুন এই কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাইমা আক্তার ও মোঃ তাহমিদ শান্ত। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন রাকিবা হালিম ও কানিজ ফাতেমা রিমি, সাংগঠনিক সম্পাদক হিসেবে নিলয় সরকার ও জান্নাতুল ফেরদৌস মৌনতা, অর্থ সম্পাদক পদে সাদিয়া নওশীন ঐশী। দপ্তর সম্পাদক পদে ফারহা খানম, যোগাযোগ সম্পাদক পদে ফরহাদ কাউছার, প্রচার সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ শান্ত, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সোহেল আহাম্মেদ, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জাকিয়া সুলতানা, পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে পূর্ণী আক্তার এবং আপ্যায়ন ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন দিয়া আফরোজ।

নব-মনোনীত সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, ‘অনুপ্রাস কণ্ঠচর্চার মাধ্যমে একদিকে ক্যাম্পাসে সাংস্কৃতিক পুনর্জাগরণের স্ফুলিঙ্গ ঘটবে, আর অন্যদিকে শিক্ষার্থীদের কণ্ঠের উৎকর্ষ সাধনের মাধ্যমে তাদের করে তুলবে আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী ও যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন।শিক্ষকদের প্রেরণা, অগ্রজদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের বিপুল উৎসাহ আমাদের আশাবাদী এবং আত্মবিশ্বাসী করে তুলেছে।’

নব্য সভাপতি আমিনা কবির শ্রেষ্ঠা বলেন, ‘অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্র শুধু আবৃত্তি নয় উপস্থাপনা, শুদ্ধ শব্দ চয়ন, সুন্দর করে কথা বলা বা ক্লাসের প্রেজেন্টেশন সব কিছুতে সাহায্য করে। আমি আমার সিনিয়রদের থেকে যেমন সাহায্য পেয়েছি চেষ্টা করবো নতুন যারা আসবে বা আছে তাদের সাহায্য করার এবং তাদের সহযোগিতায় এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার।’

উল্লেখ্য, নতুন এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

কুবিতে অনুপ্রাসের নতুন কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি
Update Time : ১১:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস-কণ্ঠচর্চা কেন্দ্রের অষ্টম কার্যনির্বাহী পরিষদের ১৬ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনা কবির শ্রেষ্ঠা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি রুবাইয়াত তাজবীন ও সাধারণ সম্পাদক কিফায়ত উল হক সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

এছাড়া নতুন এই কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাইমা আক্তার ও মোঃ তাহমিদ শান্ত। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন রাকিবা হালিম ও কানিজ ফাতেমা রিমি, সাংগঠনিক সম্পাদক হিসেবে নিলয় সরকার ও জান্নাতুল ফেরদৌস মৌনতা, অর্থ সম্পাদক পদে সাদিয়া নওশীন ঐশী। দপ্তর সম্পাদক পদে ফারহা খানম, যোগাযোগ সম্পাদক পদে ফরহাদ কাউছার, প্রচার সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ শান্ত, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সোহেল আহাম্মেদ, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জাকিয়া সুলতানা, পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে পূর্ণী আক্তার এবং আপ্যায়ন ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন দিয়া আফরোজ।

নব-মনোনীত সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, ‘অনুপ্রাস কণ্ঠচর্চার মাধ্যমে একদিকে ক্যাম্পাসে সাংস্কৃতিক পুনর্জাগরণের স্ফুলিঙ্গ ঘটবে, আর অন্যদিকে শিক্ষার্থীদের কণ্ঠের উৎকর্ষ সাধনের মাধ্যমে তাদের করে তুলবে আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী ও যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন।শিক্ষকদের প্রেরণা, অগ্রজদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের বিপুল উৎসাহ আমাদের আশাবাদী এবং আত্মবিশ্বাসী করে তুলেছে।’

নব্য সভাপতি আমিনা কবির শ্রেষ্ঠা বলেন, ‘অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্র শুধু আবৃত্তি নয় উপস্থাপনা, শুদ্ধ শব্দ চয়ন, সুন্দর করে কথা বলা বা ক্লাসের প্রেজেন্টেশন সব কিছুতে সাহায্য করে। আমি আমার সিনিয়রদের থেকে যেমন সাহায্য পেয়েছি চেষ্টা করবো নতুন যারা আসবে বা আছে তাদের সাহায্য করার এবং তাদের সহযোগিতায় এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার।’

উল্লেখ্য, নতুন এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।