ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মারধরের ঘটনায় মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৫১ Time View

জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতায় এক পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এতে মা-ছেলেসহ তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা করার পর এখন উল্টো বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের একটি হলরুমে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ৩ নভেম্বর বিকেলে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে এবং এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে।

এ সময় ঘরে ঢুকে তারা ৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও ৮০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় মামলা করার পর থেকেই তারা প্রতিনিয়ত হুমকি-ধমকির মুখে রয়েছেন। স্থানীয় আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের ছেলে ও ভাই, যারা মামলার আসামি, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছেন। মামলা না তুললে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা।মৃত্যু ভয়ে তারা এখন বিভিন্ন জায়গায় দিন যাপন করছেন।

সংবাদ সম্মেলনে আহত মোশাররফ আলম, তার মা কুলসুম বেগম, ছোট ভাই মাসুদ মিয়া এবং স্ত্রী শিউলি আক্তার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

মারধরের ঘটনায় মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার

কিশোরগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতায় এক পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এতে মা-ছেলেসহ তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা করার পর এখন উল্টো বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের একটি হলরুমে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ৩ নভেম্বর বিকেলে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে এবং এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে।

এ সময় ঘরে ঢুকে তারা ৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও ৮০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় মামলা করার পর থেকেই তারা প্রতিনিয়ত হুমকি-ধমকির মুখে রয়েছেন। স্থানীয় আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের ছেলে ও ভাই, যারা মামলার আসামি, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছেন। মামলা না তুললে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা।মৃত্যু ভয়ে তারা এখন বিভিন্ন জায়গায় দিন যাপন করছেন।

সংবাদ সম্মেলনে আহত মোশাররফ আলম, তার মা কুলসুম বেগম, ছোট ভাই মাসুদ মিয়া এবং স্ত্রী শিউলি আক্তার উপস্থিত ছিলেন।