ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে ডিপজলের অত্যাচারের বর্ণনা দিলেন ভুক্তভোগী নারী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৩৫ Time View

বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার শুনানি ছিল আজ। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী রাশেদা আক্তার।

আজ (১৩ নভেম্বর) বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালতে রাশেদার স্বামী আব্দুল মজিদ মামলাটি দায়ের করেন। এরপর বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। অত্যাচারের বর্ণনা দিয়ে ভুক্তভোগী ওই নারী অভিনেতার বিচার দাবী করেন।

রাশেদা আক্তার সাংবাদিকদের বলেন, আমাদের জীবনে ভয় ঢুকিয়ে দিয়েছে ডিপজল। সে আমাকে আগেও  মারধর করেছে, এসিড ছুঁড়েছে। এবার আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করেছে। কোথায় গেলে আমরা  নিরাপদ থাকব জানি না।মামলাটি আদালত গুরুত্বসহকারে গ্রহণ করে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাদীপক্ষের আইনজীবী কায়ুম হোসেন নয়ন। মামলার এজাহার অনুসারে,এর আগেও রাশেদা আক্তার ডিপজল ও তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের মামলা করেছিলেন। মামলা তুলে নেওয়ার জন্য ডিপজল এবং তার সহযোগীরা ভুক্তভোগীদের বারবার হুমকি এবং চাপ প্রয়োগ করছিল। ভয়ে তারা বাসা স্থানান্তর করে দারুস সালাম থেকে যাত্রাবাড়ী নিয়ে যান।

অভিযোগে বলা হয়েছে, গত ১ নভেম্বর রাশেদার স্বামী আব্দুল মজিদকে শনির আখড়ায় ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। ডিপজল নিজেই পিস্তল ঠেকিয়ে মজিদকে গুলি করতে চেয়েছিলেন। পরে জীবন ভিক্ষা চাওয়ায় ছেড়ে দেয়। পরে আহত অবস্থায় মজিদকে সেদিন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ সময় আদালতের বারান্দায় দাঁড়িয়ে রাশেদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে আর্তনাদ করে বলেন, ডিপজল আমার স্বামীকে হত্যার চেষ্টা করেছে। আমার পরিবারকে রক্ষা করুন। আমি এর ন্যায়বিচার চাই।

Please Share This Post in Your Social Media

আদালতে ডিপজলের অত্যাচারের বর্ণনা দিলেন ভুক্তভোগী নারী

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৭:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার শুনানি ছিল আজ। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী রাশেদা আক্তার।

আজ (১৩ নভেম্বর) বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালতে রাশেদার স্বামী আব্দুল মজিদ মামলাটি দায়ের করেন। এরপর বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। অত্যাচারের বর্ণনা দিয়ে ভুক্তভোগী ওই নারী অভিনেতার বিচার দাবী করেন।

রাশেদা আক্তার সাংবাদিকদের বলেন, আমাদের জীবনে ভয় ঢুকিয়ে দিয়েছে ডিপজল। সে আমাকে আগেও  মারধর করেছে, এসিড ছুঁড়েছে। এবার আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করেছে। কোথায় গেলে আমরা  নিরাপদ থাকব জানি না।মামলাটি আদালত গুরুত্বসহকারে গ্রহণ করে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাদীপক্ষের আইনজীবী কায়ুম হোসেন নয়ন। মামলার এজাহার অনুসারে,এর আগেও রাশেদা আক্তার ডিপজল ও তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের মামলা করেছিলেন। মামলা তুলে নেওয়ার জন্য ডিপজল এবং তার সহযোগীরা ভুক্তভোগীদের বারবার হুমকি এবং চাপ প্রয়োগ করছিল। ভয়ে তারা বাসা স্থানান্তর করে দারুস সালাম থেকে যাত্রাবাড়ী নিয়ে যান।

অভিযোগে বলা হয়েছে, গত ১ নভেম্বর রাশেদার স্বামী আব্দুল মজিদকে শনির আখড়ায় ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। ডিপজল নিজেই পিস্তল ঠেকিয়ে মজিদকে গুলি করতে চেয়েছিলেন। পরে জীবন ভিক্ষা চাওয়ায় ছেড়ে দেয়। পরে আহত অবস্থায় মজিদকে সেদিন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ সময় আদালতের বারান্দায় দাঁড়িয়ে রাশেদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে আর্তনাদ করে বলেন, ডিপজল আমার স্বামীকে হত্যার চেষ্টা করেছে। আমার পরিবারকে রক্ষা করুন। আমি এর ন্যায়বিচার চাই।