ভোটের ১১ এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি
- Update Time : ০২:৩১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ২০ Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপে ছয়টি দলের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। দলগুলোর সঙ্গে ১১টি এজেন্ডা নিয়ে আলোচনা করছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই সংলাপের সভাপতিত্ব করছেন।
বৃহস্পতিবার সংলাপের প্রথম দিন সকাল ও বিকালে দুই পর্বে ১২টি দলকে ডেকেছে ইসি।
সকাল ১০ থেকে ১২টার মধ্যে সংলাপে ডাকা হয়েছে- লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে।
আলোচনার ১১ বিষয়
১. তফসিল ঘোষণার পূর্বে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয়।
২. তফসিল ঘোষণার পর আচরণ বিধি প্রতিপালন।
৩. আচরণ বিধি অনুসারে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলের অঙ্গীকারনামা সম্পাদন।
৪. প্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের অঙ্গীকারনামা সম্পাদন।
৫. পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোট বাস্তবায়ন।
৬. তফসিল ঘোষণার পর নির্বাচনি এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা।
৭. ভুলতথ্য ও অপতথ্য প্রতিরোধ।
৮. নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণ।
৯. সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা, লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে কোন বৈষম্য না করা।
১০. ধর্মীয় উপসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা।
১১. এআই সম্পাদিক ভিডিও দিয়ে প্রতিপক্ষ, লিঙ্গ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা।
দুপুর ২টা থেকে বিকাল ৪টার মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে ইসির।
ভোটার তালিকা, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র চূড়ান্ত করা, পর্যবেক্ষক সংস্থা ও দল নিবন্ধনসহ আনুষাঙ্গিক প্রস্তুতি সেরে শেষ ধাপে শুরু হল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ। নির্বাচন প্রস্তুতির মধ্যে গত সেপ্টেম্বরে অংশীজনদের সঙ্গে ইসির মত বিনিময় শুরু হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণভোট, জোট করলেও ভোটের প্রতীক, প্রবাসী বাংলাদেশিদের ভোটিং পদ্ধতি, আইন-বিধি সংস্কার ও প্রতিপালন, সবার জন্য সমান সুযোগ তৈরিসহ নানা বিষয় উঠে আসে আলোচনায়।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করার কথা রয়েছে ইসি। রাজনৈতিক দলগুলোও এখন সেদিকে তাকিয়ে আছে। বর্তমানে বিএনপি, জামায়াতসহ ৫৩টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। এবার এনসিপিসহ নতুন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়ায় আছে নির্বাচন কমিশন।
এ ৫৬টির বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে ও পুরনো তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































