মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন
- Update Time : ১১:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৩০ Time View
মেহেরপুরে পুলিশ সুপারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাসভবনের ভেতরে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ডাইনিং স্পেসে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘আমি বাসভবনে একাই থাকি। খবর পেয়ে এসে দেখি ভেতরে আগুন জ্বলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণরূপে নির্ধারণ করা যায়নি।’
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকারিয়া হায়দার বলেন, ‘৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক যন্ত্রের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের সময় সংবাদকর্মীরা ঘটনাস্থলে প্রবেশ করে অগ্নিকাণ্ডে বশীভূত স্থানের চিত্র ধারণের চেষ্টা করলে সেখানে ডিউটিতে থাকা কিছু পুলিশ সদস্য তাদের বাধা দেন ও ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































