হঠাৎ অসুস্থ গোবিন্দ, জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি
- Update Time : ০২:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৪৭ Time View
বলিউড অভিনেতা গোবিন্দ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) ভোরে মুম্বাইয়ের জুহুতে নিজ বাড়িতে তিনি আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই এই ৬১ বছর বয়সী তারকাকে জুহুর এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
অভিনেতার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও আইনি সহায়ক ললিত বিন্দাল। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোবিন্দ অসুস্থ বোধ করছিলেন এবং ভোরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জরুরি বিভাগে আনা হয়।
ললিত বিন্দাল আরও জানান, গোবিন্দ কিছুটা দিশেহারা অনুভব করছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা সম্পন্ন করেছেন। তারা এখন রিপোর্টের পাশাপাশি একজন নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছেন।
গোবিন্দর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটি ঘটেছে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে দেখে আসার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই। গত সোমবার (১০ নভেম্বর) রাতে ধর্মেন্দ্রকে দেখতে গোবিন্দ নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন। তখন তাকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক দেখা গিয়েছিল। কিন্তু মঙ্গলবারের গভীর রাতে তার হঠাৎ অসুস্থতা ও জ্ঞান হারানোর ঘটনায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন সবাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































