আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি
- Update Time : ১২:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২৫ Time View
ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা যায়। বুধবার সকালে বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।
এর আগে ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর পৌনে ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে ২ জন লোক এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের ভিতরের সব পুড়ে যায়।
গাড়ির চালক সাত্তার বলেন, “আমি গাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক ২টি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। তাদের দেখে যখন আমি চিৎকার শুরু করি, তখন তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি আমার পায়ের হাঁটুতে আঘাত পাই।”
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, “আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় আমরা হতাহতের কোনো খবর পাইনি।”
বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, “আমার একমাত্র উপার্জন ছিল এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করল, আমি তাদের বিচার চাই এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই—আমি যেন আমার ক্ষতিপূরণ পাই, সেই ব্যবস্থা করা হয়।”
এদিকে আগুনের বিষয়ে কথা বলতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































