চট্টগ্রাম বন্দরে এক মাসের জন্য মিছিল ও সমাবেশ নিষিদ্ধ
- Update Time : ১২:৩০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১২ Time View
চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এই নিষেধাজ্ঞা ১১ নভেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। নিষেধাজ্ঞার আওতায় বন্দর এলাকার বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩নং জেটি গেইট, কাস্টম মোড় ও সল্টগোলা ক্রসিংসহ গুরুত্বপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।
সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্দরে দৈনিক প্রায় ৫ থেকে ৬ হাজার কাভার্ডভ্যান, ট্রাক, মুভার ও লং ভেহিকেলের চলাচল হয়। মিছিল বা সমাবেশের কারণে যানজট সৃষ্টি হলে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে, যা জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সিএমপি এ বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































