নাশকতা চালানোর পরিকল্পনা ফাঁস, ৫ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার
- Update Time : ১০:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ২০ Time View
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় গুরুত্বপূর্ণ রেললাইন ও স্থাপনায় ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা চালানোর পরিকল্পনা ফাঁস করেছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের দাবি, বৃহস্পতিবারের (১৩ নভেম্বর) লকডাউনকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিল। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার হাটুভাঙা গ্রামের জিল্লুর রহমানের ছেলে কাবিলুর রহমান সোহেল (২৪), পশ্চিম ফরিদপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন মাহিন (২০), পূর্ব ফরিদপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সায়মন আহমদ (২০), কায়েস্ত গ্রামের আবদুল খালেকের ছেলে মুহিবুল ইসলাম কাওসার ও হবিগঞ্জের বাহুবল থানার বড়গাঁওর ফরিদ চৌধুরীর ছেলে সিজিল চৌধুরী।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা মাইজগাঁও রেলওয়ে স্টেশন, উপজেলা পরিষদ ও শাহজালাল সারকারখানাসহ বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছিল। তাদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম, স্কচটেপ, টোপকাটা, মারবেল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাবিলুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশ ও অর্থায়নে তারা এ নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের পরিকল্পনা ছিল রেললাইনের স্লিপার খুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটানো এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































