ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে বালুর ড্রেজারে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

হানিফ হোসেন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • Update Time : ১০:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ৯৬ Time View

গাজীপুরের টঙ্গীতে বালু ব্যবসায়ী মো. লুৎফর রহমান রাজু (২৯) স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীর বড় দেওড়া এলাকার বাসিন্দা লুৎফর রহমান রাজু দীর্ঘদিন ধরে বালু ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি একই এলাকার মো. জাহাঙ্গীর (৫২), মো. মনির হোসেন (৪০), **মো. আব্বাস (৪৫)**সহ আরও ১০–১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি নিয়মিত তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

রাজু অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ড্রেজার ঘাটে হামলা ও ভাঙচুর চালায়। এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জানা গেছে, অভিযুক্ত মো. জাহাঙ্গীর টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। অভিযোগে রাজু বলেন, “বিবাদীরা হুমকি দিয়েছে— চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে দেবে না। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের দায়িত্ব এসআই মনোহরকে দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমি কিছুই জানি না। একটি কুচক্রী মহল আমাকে বেকায়দায় ফেলতে দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে বালুর ড্রেজারে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

হানিফ হোসেন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
Update Time : ১০:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে বালু ব্যবসায়ী মো. লুৎফর রহমান রাজু (২৯) স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীর বড় দেওড়া এলাকার বাসিন্দা লুৎফর রহমান রাজু দীর্ঘদিন ধরে বালু ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি একই এলাকার মো. জাহাঙ্গীর (৫২), মো. মনির হোসেন (৪০), **মো. আব্বাস (৪৫)**সহ আরও ১০–১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি নিয়মিত তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

রাজু অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ড্রেজার ঘাটে হামলা ও ভাঙচুর চালায়। এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জানা গেছে, অভিযুক্ত মো. জাহাঙ্গীর টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। অভিযোগে রাজু বলেন, “বিবাদীরা হুমকি দিয়েছে— চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে দেবে না। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের দায়িত্ব এসআই মনোহরকে দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমি কিছুই জানি না। একটি কুচক্রী মহল আমাকে বেকায়দায় ফেলতে দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”