দক্ষ তরুণ উদ্যোক্তা গড়লেই দেশ হবে উন্নত: অতিরিক্ত সচিব আহসান কবীর
- Update Time : ০৯:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ২৪০ Time View
অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কবীর বলেছেন, “দক্ষ হওয়ার জন্য প্রয়োজন প্রশিক্ষণ, আর সেই প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে। বাংলাদেশে যদি অন্তত দশ কোটি তরুণ-তরুণী সঠিক দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, তাহলেই দেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “জোর করে কাউকে দক্ষ করা যায় না। এজন্য প্রয়োজন নিজস্ব আগ্রহ ও নিষ্ঠা। তরুণরা যদি এক-দুই বছর মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নেয়, তা তাদের জীবনের পরবর্তী সময়ে কাজে লাগবে। তাই নিজেকে গড়ে তুলতে সবাইকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে হবে।”
মঙ্গলবার (১১ নভেম্বর) বরগুনার আমতলী পৌরসভা মাঠে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি ও আর্থিক সহায়তায় এবং সংগ্রাম কর্তৃক বাস্তবায়িত ‘যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প (জঅওঝঊ)’ এর কমিউনিটি আউটরিচ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি)-এর প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুম। প্রকল্পটির কো-অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরকার এর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগ্রাম-এর নির্বাহী পরিচালক চৌধুরী মুনীর হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের উপসচিব মুহাম্মদ আমিন শরীফ, পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ও রেইস প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান, পিকেএসএফ ব্যবস্থাপক গোলাম জিলানী এবং এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়


















































































































































































