সিফাত মোঃ ইফতিয়াক ভূঁইয়া
প্রতিবন্ধীদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে
- Update Time : ০৬:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৩৬ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অর্ন্তভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্তরের জেলা বীজ প্রত্যয়ন অফিস হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইফতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল মাহমুদ ভূইয়ার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আঃ কাইয়ুম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সদর ইউসিসিএ লিঃ চেয়ারম্যান মোঃ আলী আজম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেহ উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ মনির হোসেন।সভায় সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইফতিয়াক ভূঁইয়া বলেন, প্রতিবন্ধীরাও মানুষ। তাদের শিক্ষা ও স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্রের। তাদের স্পেশাল কেয়ার করা জরুরি। প্রতিটা স্কুলে প্রতিবন্ধীদের কোটার বিষয়ে নিশ্চিত করা হবে এবং প্রতিবন্ধী শিশুদের উপবৃত্তির টাকার ব্যাপারেও নিশ্চিত করতে হবে।আধুনিক চিকিৎসায় প্রতিবন্ধী বাচ্চাদের জন্ম রোধ করা অনেকটাই সম্ভব। এটা বাবা-মার অনেকটা সচেতনার উপর নির্ভর করে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা কখনো সমাজের বোঝা না, তারা আমাদের সম্পদ। তাদেরকে কখনোই বোঝা মনে করে যাবে না। তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে, তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে।সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































