বাউফলে শিক্ষার্থীর লাশ উদ্ধার, ঘাতক আটক

- Update Time : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ২৯৮ Time View
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৭ দিন পর হৃদয় কবিরাজের (২৪) নামে এক শিক্ষার্থীর গলিত লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
এর আগে হৃদয় কবিরাজ গত ১১ জুলাই রাতে নিঁখোজ হয়।
নিহত হৃদয় বাউফল সার্ভে ইনিস্টিউটের ৮ম সেমিস্টারের ছাত্র ছিল। হৃদয় দাসপাড়া ইউনিয়নের বাসিন্দা হরেন্দ কবিরাজের ছেলে মাতা নমিতা রানী।
শুক্রবার ২৮’জুলাই বেলা ১১ টার দিকে সদর ইউনিয়নের দাশপাড়া ৩ নং ওয়ার্ডের সীমান্তবর্তী খাল থেকে আজ তার গলিত লাশ উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশের হাতে আটক জাফর খান (২৫) নামে এক যুবকের স্বীকারোক্তি অনুযায়ী বাউফল থানার পুলিশ হৃদয়ের লাশ ও মটর সাইকেল উদ্ধার করে।
আটককৃত জাফরের স্বীকারোক্তি অনুযায়ী প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে হৃদয় কবিরাজকে হত্যা করা হয়।
ঘাতক জাফর উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা হাসেম খানের ছেলে।
এ বিষয়ে বাউফল অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আটককৃত জাফরের স্বীকারোক্তি অনুযায়ী বাউফল ও দাশপাড়া সীমান্তবর্তী খাল থেকে বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে হৃদয়ের লাশ সনাক্ত করা হয়।
লাশ পঁচে ও গলে যাওয়ায় শুক্রবার দিনের বেলা উদ্ধার করা হয়।