রূপগঞ্জে রহমান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই
- Update Time : ০৫:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ১৪২ Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
গতকাল রবিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার ৯নং ওয়ার্ডের হাটাবো বারইপাড়া এলাকায় রহমান মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে রহমান মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেড়ে গেলে স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালান, কিন্তু সফল না হওয়ায় দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে মার্কেটের তিনটি দোকানের আসবাবপত্র ও মূল্যবান পণ্য সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের সূত্রপাতের কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।































































































































































































