মিরপুরে গ্রামীণ বাংকের সামনে ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- Update Time : ০২:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ১১ Time View
রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে আজ সোমবার (১০ নভেম্বর) ভোর ও সকালকালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরে একটি খাদ্যপণ্যের প্রতিষ্ঠানের সামনের সড়ক এবং সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
মোহাম্মদপুরের বিস্ফোরণের বিষয়ে জানা যায়, ভোর ৭টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়ক ও প্রতিষ্ঠানের বাউন্ডারির ভিতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সময় কোনো মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান প্রথম আলোকে জানান, “প্রবর্তনার সামনের সড়ক ও বাউন্ডারির ভিতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কেউ আহত হননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ চলছে।”
মিরপুরের বিস্ফোরণের ঘটনা ভোর পৌনে ৪টার দিকে ঘটে। পুলিশ জানায়, বিস্ফোরণটি ঘটানোর সময় দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তাদের মাথায় হেলমেট ছিল, তাই চেহারা শনাক্ত করা যায়নি। বিস্ফোরণের পর তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান জানিয়েছেন, “সিসি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আমরা দ্রুত তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।”
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও, পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো মানুষের ক্ষতি হয়নি। তবে বিস্ফোরণের ধরনের কারণে স্থানীয় বাসিন্দারা ভয়ভীতি ও উদ্বেগে রয়েছেন। পুলিশের নিরাপত্তা চেষ্টার অংশ হিসেবে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।
এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগ হামলাকারীদের ধরতে সব প্রকার তথ্য ও প্রমাণ যাচাই করছে। প্রাথমিক তদন্তে ধরা পড়েছে, এটি পরিকল্পিত হামলা, তবে হামলার সঠিক উদ্দেশ্য বা পেছনের কারণ এখনো জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, “দূর্ঘটনাস্থলে আমাদের টিম অবস্থান করছে, বিস্ফোরণকেন্দ্রিত এলাকার প্রমাণ সংগ্রহ ও সিসি ফুটেজ বিশ্লেষণ চলছে। দ্রুত এই হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































