প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, চলবে লাগাতার অবস্থান কর্মসূচি
- Update Time : ১১:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৭ Time View
দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করেছেন। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি আগের মতোই চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
রোববার (৯ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানান।
তিনি বলেন, “আগামীকাল (সোমবার) বিকাল ৫টায় অর্থ মন্ত্রণালয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি স্থগিত থাকবে, তবে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”
সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকদের দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা প্রাথমিকের শিক্ষকদের দশম গ্রেডে বেতন ছাড়াও বাকি দুই দাবি হলো- চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে চারটি শিক্ষক সংগঠনের মোর্চার ব্যানারে আন্দোলনটি পরিচালিত হচ্ছে।
রোববার বিকালে শিক্ষকরা শাহবাগে ‘কলম সমর্পণ’ কর্মসূচি পালন করতে গেলে পুলিশি বাধা ও ছত্রভঙ্গ হওয়ার ঘটনা ঘটে।
বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন।
গত ২৪ এপ্রিল ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নিত করার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এ উদ্যোগে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা।
পরে শনিবার থেকে দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































