ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহাদেবপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা

কিউ এম সাঈদ টিটো, নওগাঁ প্রতিনিধি:
  • Update Time : ১০:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৩০৮ Time View

নওগাঁর মহাদেবপুরে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণ দর্শানোর নোটিশ অমান্য করে বিরোধীয় জমি দখলের চেষ্টা ও সেখানে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের রামরায়পুর গ্রামে। অভিযোগ করেছেন ওই গ্রামের মৃত আব্দুল হামিদ মন্ডলের দুই ছেলে—আব্দুল হাকিম মন্ডল ও আব্দুল খালেক মন্ডল।

তারা জানান, রামরায়পুর মৌজায় তাদের ৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আবুল কালাম, মোখলেছুর রহমান, আব্দুস ছালাম, জয়নাল আবেদীনসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছে। জমিটি উভয় পরিবারের শরিকদের বাড়িতে যাতায়াতের রাস্তা ও খলিয়ান হিসেবে ব্যবহার করা হতো।

দুই বছর আগে প্রতিপক্ষরা ওই জমিতে জোরপূর্বক ইট দিয়ে স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আব্দুল হাকিম নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালতের নির্দেশে তখন নির্মাণকাজ বন্ধ থাকে।

সম্প্রতি একই জমি নিয়ে মহাদেবপুর সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মোকদ্দমা দায়ের করা হয়। মামলার শুনানি চলাকালে আদালত প্রতিপক্ষদের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন এবং নিষেধাজ্ঞা বলবৎ রাখেন।

কিন্তু অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে ওই জমিতে টিনের বেড়া দিয়ে দখল নেওয়ার চেষ্টা শুরু করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, কারণ দর্শানোর নোটিশ চলাকালীন সময়ে বিরোধীয় জমিতে কোনো স্থাপনা নির্মাণ, শ্রেণি পরিবর্তন বা দখলের চেষ্টা আদালতের আদেশ লঙ্ঘনের শামিল।

এ বিষয়ে অভিযুক্ত মোকলেছুর রহমান জানান, “আমরা আদালতের নোটিশ পেয়েছি। আইনজীবী ও মহাদেবপুর থানার ওসির সঙ্গে আলোচনা করেই জমিতে কাজ করছি।”

Please Share This Post in Your Social Media

মহাদেবপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা

কিউ এম সাঈদ টিটো, নওগাঁ প্রতিনিধি:
Update Time : ১০:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

নওগাঁর মহাদেবপুরে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণ দর্শানোর নোটিশ অমান্য করে বিরোধীয় জমি দখলের চেষ্টা ও সেখানে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের রামরায়পুর গ্রামে। অভিযোগ করেছেন ওই গ্রামের মৃত আব্দুল হামিদ মন্ডলের দুই ছেলে—আব্দুল হাকিম মন্ডল ও আব্দুল খালেক মন্ডল।

তারা জানান, রামরায়পুর মৌজায় তাদের ৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আবুল কালাম, মোখলেছুর রহমান, আব্দুস ছালাম, জয়নাল আবেদীনসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছে। জমিটি উভয় পরিবারের শরিকদের বাড়িতে যাতায়াতের রাস্তা ও খলিয়ান হিসেবে ব্যবহার করা হতো।

দুই বছর আগে প্রতিপক্ষরা ওই জমিতে জোরপূর্বক ইট দিয়ে স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আব্দুল হাকিম নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালতের নির্দেশে তখন নির্মাণকাজ বন্ধ থাকে।

সম্প্রতি একই জমি নিয়ে মহাদেবপুর সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মোকদ্দমা দায়ের করা হয়। মামলার শুনানি চলাকালে আদালত প্রতিপক্ষদের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন এবং নিষেধাজ্ঞা বলবৎ রাখেন।

কিন্তু অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে ওই জমিতে টিনের বেড়া দিয়ে দখল নেওয়ার চেষ্টা শুরু করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, কারণ দর্শানোর নোটিশ চলাকালীন সময়ে বিরোধীয় জমিতে কোনো স্থাপনা নির্মাণ, শ্রেণি পরিবর্তন বা দখলের চেষ্টা আদালতের আদেশ লঙ্ঘনের শামিল।

এ বিষয়ে অভিযুক্ত মোকলেছুর রহমান জানান, “আমরা আদালতের নোটিশ পেয়েছি। আইনজীবী ও মহাদেবপুর থানার ওসির সঙ্গে আলোচনা করেই জমিতে কাজ করছি।”