রংপুর-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি নেতা ডনের কর্মী-সমর্থকদের বিক্ষোভ
- Update Time : ০৭:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৮০ Time View
রংপুর-৩ (সদর ও মহানগর) আসনে প্রার্থী ঘোষণায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহফুজ-উন নবী ডনের কর্মীসমর্থকরা। তারা দল মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামুর মনোনয়ন প্রত্যাহার করে ক্লিন ইমেজের প্রার্থী চূড়ান্ত করতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
রোববার (৯ নভেম্বর) দুপুরে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাহফুজ-উন নবী ডনের পক্ষে তার কর্মী সমর্থকরা বিশাল মিছিল করেন। মিছিল থেকে ডনকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
মিছিলটি কাচারী বাজার, টাউন হল, সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব চত্বর, জীবন বীমা মোড় হয়ে বুদু বাবুর খেলার মাঠে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
রংপুর-৩ সদর আসনে তরুণ আইনজীবী মাহফুজ-উন নবী ডনকে দলের নিবেদিত, পরীক্ষিত ও ক্লিন ইমেজের নেতা হিসেবে দাবি করেন গণমিছিলে অংশ নেয়া লোকজন। তারা রংপুরে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দল ঘোষিত সামসুজ্জামান সামুর পরিবর্তন চেয়ে চূড়ান্ত প্রার্থী হিসেবে মাহফুজ-উন ডনকে প্রার্থী করার দাবি জানান।
উল্লেখ্য, বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রংপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। রোববার বিকেলে তিনি সিও বাজার, ধাপ হাজীপাড়া, মেডিকেল মোড় ও বাংলাদেশ ব্যাংক মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন। এর আগে তিনি সকালে নিজ এলাকায় গণসংযোগ করেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে সামসুজ্জামান সামু বলেন, বিএনপি একটি বৃহৎ দল। অনেকেই মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এটাই দল হিসেবে বিএনপির মধ্যকার গণতন্ত্র চর্চার প্রকাশ। সবকিছু বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিয়েছেন। যারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন আমি সবার কাছে যাবো। আজ যারা বিক্ষোভ করেছেন, তারাও কিন্তু ধানের শীষে ভোট চেয়ে স্লোগান দিচ্ছেন। আশা করি সময়ের সাথে সাথে তারাও একসাথে হয়ে রংপুর-৩ আসনে বিএনপির ১৯৭৯ সালের গৌরব ফিরিয়ে আনবেন।
এর আগে, গত ৫ নভেম্বর (বুধবার) রংপুর মহানগরীতে মনোনয়ন বঞ্চিত রিটা রহমানের পক্ষে তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। তবে ওই বিক্ষোভে জেলা ও মহানগরসহ সদর উপজেলা বিএনপির পরিচিত কিংবা পদধারী কোন নেতাকর্মী উপস্থিত ছিলেন না।
ওইদিন আয়োজিত সংবাদ সম্মেলনে দল মনোনীত প্রার্থীকে ‘চাঁদাবাজ’ বলে মন্তব্য করেন রিটা রহমান। এ সময় মনোনীত প্রার্থী পরিবর্তনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































