ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আবারও শাকিবের বিরুদ্ধে নকলের অভিযোগ

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ২০১ Time View

গত দুদিন ধরে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ‘সোলজার’ লুক নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। ভক্তরা যখন প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই চলচ্চিত্রপ্রেমীদের অনুসন্ধানী চোখ খুঁজে পেয়েছে এক অন্য মিল। প্রশ্ন উঠেছে— শাকিবের এই ‘নতুন’ লুক কি সত্যিই নতুন, নাকি কোথাও দেখা?

ভক্তদের আর খুঁজে বের করতে দেরি হয়নি। ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের মাস কয়েক আগের একটি লুকের সঙ্গে শাকিবের এই নতুন রূপের প্রায় হুবহু মিল খুঁজে পাওয়া যাচ্ছে।

পাশাপাশি দুটি ছবি রাখলে যে কেউ প্রথম দেখায় বিভ্রান্ত হতে পারেন। দুজনের পোশাকেই রয়েছে কালো ডেনিম জ্যাকেট, যার সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং স্পষ্ট। শুধু কাপড়ই নয়, পোশাকের কাট ও ডিজাইনও প্রায় এক।

মিল শুধু পোশাকেই থামেনি। দুজনের মুখেই রয়েছে তীক্ষ্ণ, ঘন গোঁফ। চোখে সানগ্লাস, যা তাদের লুকে এনেছে আভিজাত্য। যদিও সানগ্লাসের ধরনে কিছুটা পার্থক্য আছে— শাকিব পরেছেন এভিয়েটর স্টাইল, আর পৃথ্বীরাজের ছিল টর্টসেল ফ্রেমের কালো লেন্স (যদিও পৃথ্বীরাজকেও পরে এভিয়েটর ব্যবহার করতে দেখা গেছে)। এমনকি দুজনের চুলের স্টাইলও প্রায় একই রকম।

চলতি বছরের মার্চে, পৃথ্বীরাজ সুকুমারনকে এই লুকে দেখা গিয়েছিল তার বহুল আলোচিত মালায়ালাম সিনেমা ‘এল টু এমপুরান’-এর প্রচারণার সময়। এটি ‘লুসিফার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্ব, যেখানে পৃথ্বীরাজ ‘জায়েদ মাসুদ’ চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি একজন সামরিক কমান্ডারের, যিনি একটি সিন্ডিকেটের হয়ে কাজ করেন।

আশ্চর্যজনকভাবে, শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর গল্পেও নাকি রয়েছে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে এক সৈনিকের লড়াইয়ের কথা। গল্পের এই থিমগত মিল দুই তারকার লুকের সাদৃশ্যকে আরও ঘনীভূত করেছে।

এখন চলচ্চিত্র পাড়ায় প্রশ্ন একটাই— শাকিবের এই নতুন লুক কি নিছকই কাকতালীয়, নাকি দক্ষিণের জনপ্রিয় নায়কের লুক থেকেই সরাসরি অনুপ্রেরণা নেওয়া হয়েছে?

Please Share This Post in Your Social Media

আবারও শাকিবের বিরুদ্ধে নকলের অভিযোগ

বিনোদন ডেস্ক
Update Time : ০৭:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

গত দুদিন ধরে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ‘সোলজার’ লুক নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। ভক্তরা যখন প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই চলচ্চিত্রপ্রেমীদের অনুসন্ধানী চোখ খুঁজে পেয়েছে এক অন্য মিল। প্রশ্ন উঠেছে— শাকিবের এই ‘নতুন’ লুক কি সত্যিই নতুন, নাকি কোথাও দেখা?

ভক্তদের আর খুঁজে বের করতে দেরি হয়নি। ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের মাস কয়েক আগের একটি লুকের সঙ্গে শাকিবের এই নতুন রূপের প্রায় হুবহু মিল খুঁজে পাওয়া যাচ্ছে।

পাশাপাশি দুটি ছবি রাখলে যে কেউ প্রথম দেখায় বিভ্রান্ত হতে পারেন। দুজনের পোশাকেই রয়েছে কালো ডেনিম জ্যাকেট, যার সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং স্পষ্ট। শুধু কাপড়ই নয়, পোশাকের কাট ও ডিজাইনও প্রায় এক।

মিল শুধু পোশাকেই থামেনি। দুজনের মুখেই রয়েছে তীক্ষ্ণ, ঘন গোঁফ। চোখে সানগ্লাস, যা তাদের লুকে এনেছে আভিজাত্য। যদিও সানগ্লাসের ধরনে কিছুটা পার্থক্য আছে— শাকিব পরেছেন এভিয়েটর স্টাইল, আর পৃথ্বীরাজের ছিল টর্টসেল ফ্রেমের কালো লেন্স (যদিও পৃথ্বীরাজকেও পরে এভিয়েটর ব্যবহার করতে দেখা গেছে)। এমনকি দুজনের চুলের স্টাইলও প্রায় একই রকম।

চলতি বছরের মার্চে, পৃথ্বীরাজ সুকুমারনকে এই লুকে দেখা গিয়েছিল তার বহুল আলোচিত মালায়ালাম সিনেমা ‘এল টু এমপুরান’-এর প্রচারণার সময়। এটি ‘লুসিফার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্ব, যেখানে পৃথ্বীরাজ ‘জায়েদ মাসুদ’ চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি একজন সামরিক কমান্ডারের, যিনি একটি সিন্ডিকেটের হয়ে কাজ করেন।

আশ্চর্যজনকভাবে, শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর গল্পেও নাকি রয়েছে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে এক সৈনিকের লড়াইয়ের কথা। গল্পের এই থিমগত মিল দুই তারকার লুকের সাদৃশ্যকে আরও ঘনীভূত করেছে।

এখন চলচ্চিত্র পাড়ায় প্রশ্ন একটাই— শাকিবের এই নতুন লুক কি নিছকই কাকতালীয়, নাকি দক্ষিণের জনপ্রিয় নায়কের লুক থেকেই সরাসরি অনুপ্রেরণা নেওয়া হয়েছে?