আইফোন ১৮ প্রো সিরিজের তথ্য ফাঁস, যেসব পরিবর্তন আনছে অ্যাপল
- Update Time : ১২:২২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২৪ Time View
আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসতে এখনো এক বছরের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে নতুন আইফোন নিয়ে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়। ফাঁস হওয়া তথ্যে জানা যাচ্ছে, অ্যাপল এবার তাদের প্রো সিরিজে আনছে একাধিক যুগান্তকারী পরিবর্তন, যা আগের সব মডেলকে ছাড়িয়ে যেতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিরিজে থাকছে আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি, পরিশীলিত ডিসপ্লে ডিজাইন এবং অ্যাপলের নিজস্বভাবে তৈরি প্রথম মডেম চিপ। বাহ্যিকভাবে বড় কোনো পরিবর্তন না থাকলেও, ভেতরের সফটওয়্যার ও হার্ডওয়্যারে আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী সংস্করণ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোর তথ্যে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো সিরিজের নকশা অনেকটাই আইফোন ১৭ প্রোর মতো থাকবে। তবে কিছু সূক্ষ্ম পরিবর্তন আনতে পারে অ্যাপল। যেমন-আংশিক স্বচ্ছ ম্যাগসেফ ব্যাক, আরও সরু ডায়নামিক আইল্যান্ড এবং ভবিষ্যৎ প্রস্তুত ‘আন্ডার-ডিসপ্লে ফেস আইডি’ প্রযুক্তি। বিশ্লেষকদের মতে, সম্পূর্ণ নচ-ফ্রি বা পিনহোল ডিজাইন আসতে পারে ২০২৬ সালের পর।
অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মডেলে ভেতরের দিক থেকে এবার বড়সড় চমক অপেক্ষা করছে ব্যবহারকারীদের জন্য। নতুন আইফোন ১৮ প্রো মডেলে থাকবে অ্যাপলের নিজস্ব এ-২০ প্রো চিপ, যা টিএসএমসির উন্নত ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এতে ব্যবহৃত হচ্ছে নতুন ‘চিপ-অন-ওয়েফার-অন-সাবস্ট্রেট’ (CoWoS) প্যাকেজিং, যা শক্তি সাশ্রয় ও অন-ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পারফরম্যান্সে দেবে বাড়তি গতি। পাশাপাশি যুক্ত হচ্ছে অ্যাপলের নিজস্ব সি-২ মডেম, যা দেবে দ্রুততর ডাউনলোড স্পিড, কম লেটেন্সি এবং কোয়ালকমের ওপর নির্ভরতা থেকে মুক্তি।
সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ক্যামেরায়। ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে, এবার অ্যাপল সনির বদলে স্যামসাংয়ের নতুন তিন স্তরবিশিষ্ট সেন্সর ব্যবহার করবে। এটি দেবে দ্রুততর রিডআউট, কম নয়েজ ও উন্নত ডাইনামিক রেঞ্জ। আরও জানা গেছে, অ্যাপল ডিএসএলআর-স্টাইলের ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি পরীক্ষা করছে—যার ফলে ব্যবহারকারীরা প্রথমবারের মতো আইফোনের মূল ক্যামেরায় আলো নিয়ন্ত্রণের ম্যানুয়াল সুবিধা পাবেন।
এ ছাড়াও নতুন আইফোনে যুক্ত হতে পারে পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগ সুবিধা, যা ভবিষ্যতে সেল টাওয়ার ছাড়াই ৫-জি ইন্টারনেট ব্যবহারের পথ খুলে দিতে পারে। ক্যামেরা কন্ট্রোল বাটনেও থাকবে পরিবর্তন—আগের ক্যাপাসিটিভ টাচের বদলে আসতে পারে প্রেসার-সেন্সিটিভ বাটন।
এবার অ্যাপল তাদের প্রোডাক্ট লঞ্চ সূচিতেও বড় পরিবর্তন আনছে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বরেই একসঙ্গে উন্মোচন করা হবে আইফোন ১৮ প্রো সিরিজ ও বহু প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন। অন্যদিকে, আইফোন ১৮ ও ১৮-ই মডেল বাজারে আসতে পারে ২০২৭ সালের মার্চ মাসে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়










































































































































































































